আমাদের কথা খুঁজে নিন

   

এইচ এস সি ও সমমানের পরীক্ষা-২০১২ এর রেজাল্ট আগে আগে পেতে চান??

Every emotion have a feelings. But every feelings have no emotion. ২০১২ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আজ (১৮ জুলাই,২০১২) প্রকাশিত হবে। গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ [সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828 উল্লেখ্য, এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করা যাবে । এছাড়া বিভাগ ভিত্তিক প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করতে পারেন এখান থেকে ।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ ১) প্রথমে এখানে ক্লিক করুন ২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন ৩) ই-মেইল Open হবে ৪) Inbox এ ক্লিক করুন ৫) Inbox Open হবে ৬) Subject এর উপর ক্লিক করুন ৭) Mail Open হবে ৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে। আর Rollwise Result পেতে হলে এখানে ক্লিক করুন । মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2012 পাঠিয়ে দিন 16222 নাম্বারে আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে। সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।