আমাদের কথা খুঁজে নিন

   

আয়ারল্যান্ড সিরিজের জন্য সেরা একাদশ ও ব্যাটিং লাইনআপ(তিন নম্বর পজিশনে সাকিব)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ... কিছুদিন আগে গিজি গালিব আমাকে ফেইসবুকে নক করে বললো কোথায় তুই? মেসেনজারে আয়। মেসেজ পেয়ে কারনটা বুঝে গেলাম কেনো ডেকেছে। আবারো যে নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে। ক্রিকেট নিয়ে আমরা দু'জন বেশ আলাপ করি, বিশেষ করে জাতীয় দল নিয়ে। ও সম্ভবত ব্লগে নেই, আমাকে একটা অনুরোধ করেছিলো ক্রিকেট নিয়ে আমাদের ছোটো ছোটো আবেগগুলোকে ঠিকভাবে ফুটিয়ে তুলে যেনো একটা লেখা লিখি, যে লেখায় থাকবে সেই আইসিসি ট্রফির ইতিহাস, পাইলটের সেই ছক্কা, রাস্তায় রং ছিটানো এরপর ৯৯ এর বিশ্বকাপ, শুভ্রদেবের সেই গান, "গুডলাক বাংলাদেশ, গুডলাক... বিশ্বকাপে যাত্রা শুভ হোক..." পাকিস্তানকে হারানো, অনেকদিন জয় ক্ষরার পর শ্রিলংঙ্কাকে হারানো ইত্যাদি--- আমিও বলেছিলাম লিখবো, কিন্তু সময় করে উঠতে পারছি না, অথবা অলসতার কারণে লেখা হচ্ছে না।

যাই হোক, সেদিন মেসেন্জারে আমাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল দিতে বললো। সেদিনের আগেরদিন বাংলাদেশ জাতীয় দল ও এ দলের একটা টি টুয়েন্টি ম্যাচ হয়েছিলো, সেখানে সাকিব আল হাসানকে তিন নম্বর পজিশনে নামানো হয়েছিলো। আমি ধুপ করে আমার দলটা দিয়ে দিলাম এবং তিন নম্বরে সাকিবকে রাখলাম। ও জিগ্যেস করলো সাকিব তিন নম্বরে? আমি বললাম, দোস্ত তিন নম্বর পজিশনের তো সমাধান হয়ে গেলো!!! সাকিবকে তিন নম্বরে নামানোর কথা আমার মাথায় সত্যিই আসেনি!! নির্বাচক নাকি কোচের সিদ্ধানত্ এটা জানিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা আমাদের তিন নম্বর পজিশনের সমাধান পেয়ে গেছি। আফতাব যাওয়ার পর এই পজিশনটাতে কাউকেই পাওয়া যাচ্ছিল না।

মূলত একটা দলের সেরা ব্যাটসম্যন নামে তিন নম্বর পজিশনে। সাকিব নিসন্দেহে দলের সেরা ব্যাটসম্যান। ওপেনিং এবং তিন নম্বর পজিশন দুটোরই সমাধান হয়ে গেছে। সাত নম্বর পজিশনেও একটা ভালো হিট করতে পারে এমন ব্যাটসম্যানও পাওয়া গেছে(জিয়া), যদিও জিয়াকে আবোলতাবোল শট করতে দেখেছি, তবে আপাতত সে বেষ্ট চয়েজ, মাহমুদুল্লাহ সাত নম্বরে খেলার মতো না, যেহেতু সাকিব পাচের জায়গাটা ছেড়ে দিচ্ছে সুতরাং মাহমুদুল্লাহকে পাচে খেলানো যাবে। আর ছয় নম্বরে নাসির প্রুভড ব্যাটসম্যান।

সুতরাং আমার একাদশটা এরকম: ১. তামিম ইকবাল ২. মোহাম্মদ আশরাফুল ৩. সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহিম ৫. মাহমুদুল্লাহ রিয়াদ ৬. নাসির হোসেন ৭. জিয়াউর রহমান ৮. মাশরাফি বিন মর্তুজা ৯. আবদুর রাজ্জাক ১০. শফিউল ইসলাম ১১. ইলিয়াস সানি আপাতত এটাই আমার কাছে সেরা একাদশ মনে হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.