আমাদের কথা খুঁজে নিন

   

আমি রানার মুক্তি চাই।।

নিতান্তই একজন জুনিয়র ব্লগার। কিছুক্ষণ আগে রানাকে গ্রেফতার করা হয়েছে...। । কিন্তু, আমি রানার মুক্তি চাচ্ছি!! হ্যা, আমি সজ্ঞানে রানার মুক্তি চাই। রানাকে ছেড়ে দেয়া হোক।

এদের গ্রেফতার করা মানে এদের শাস্তি থেকে বাচিয়ে দেয়া। কিচ্ছু হবে না এদের, জেলেও এরা রাজার হালতে থাকবে। জেলে বসে বসে গোটা সাভার সে নিয়ন্ত্রন করবে। কিচ্ছু হবে না এদের মতো কুলাঙ্গারদের, যেমনটা হয়নি ২০০৫ সালে সাভারেই গার্মেন্টস ভেঙ্গে ৮০/৯০ জন নিহত হওয়ার পরও সেই গার্মেন্টসের মালিকের। বিচার হয়নি নিমতলির অগ্নিকান্ডের পিছনের হোতাদের...কিচ্ছু হয়নি তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডের পিছনের মূল হোতাদের... চিটাগাঙে গার্ডার ভাঙ্গার পিছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের...।

। টাকা ও ক্ষমতার জোরে বরাবরই এরা দিব্যি রাজার হালতে থাকে, কিন্তু এইসব গুটিকয়েক কুলাঙ্গারের জন্য মাঝখান থেকে কয়েক হাজার পরিবারকে ভিক্ষার ঝোলা নিয়ে পথে নেমে যেতে হয়। আর এ কারণেই আমি চাই, রানার স্থাবর-অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি ক্রোক করে রানা প্লাজায় আহত-নিহতদের পরিবারের মাঝে সুষম বণ্টন করে দিয়ে দেয়া হোক। আর রানাকে এমন অবস্থায় ছেড়ে দেয়া হোক, যেন, শ্রমিকের কাজ করে বেঁচে থাকা ছাড়া রানার অন্য কোনও উপায় না থাকে। তাহলেই সে শ্রমিকদের কষ্ট বুঝতে মর্ম বুঝতে পারবে।

আর অইদিক দিয়ে ওসব পেয়ে শ্রমিকরাও স্বজন হারানোর বেদনায় কিছুটা সান্ত্বনা খুঁজে পাবে। আর এটাই রানার জন্য উপযুক্ত শাস্তি হবে...। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।