আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ বোহেমিয়ান মন/ আয় ভেসে আয় ঘুড়ির চোখে স্মৃতি রেখে ভীষণ মায়ায়!

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! আয় ভেসে আয় মেঘের ডানায় , নীল পাহাড়ে শালিক বেশে বিকাল বেলায় ঘুড়ির চোখে স্মৃতি রেখে ভীষণ মায়ায় ! লেবুর পাতায় ক্লান্তি রেখে আয় হারাবো গ্রামের পথ দুঃখ গুলো রোদে মেখে সুখটা ছুয়ে সুর্য শপথ ! ধুলোর শহর আয় পেরিয়ে স্তব্ধ পায়ে, শুন্য নীলে ! আয় একা নাগরিক জানালায় সুর হয়ে পাখির মিছিলে ! খালি পায়ে সাগর তীরে বৃষ্টি ভেজায় কুসুমনয়ন হাতের রেখায় বিষাদ চেপে চল পালাই বোহেমিয়ান মন !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।