আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজন সচেতনতা

এখন যত দিন যাচ্ছে আমাদের নতুন শিল্পী রা পুরনো গান গুলু কে মিক্স করে তাদের এলবাম হিট করাইতেসে. আমার এটা কোন মতে ভালো লাগে না রবীন্দ্র ,নজরুল, লালন ,বাউল সম্রাট করিম শাহ ,হাসান রাজা .আরো অনেক আর গান গুলা রে ওরা নষ্ট করে দিচ্ছে. তদের কে আমার অনুরোদ আপনারা নিজে গান লিকুন আর নিজে গান করুন .পুরান গান গুলা রে নষ্ট করবেন না .ভবিষৎ প্রজন্ম ভুলে যাবে কে আসল রচিত. আধুনিক যন্ত্র লাগিয়ে পরুনু গান গুলার বারোটা বাজানোর কি দরকার .আমি আধুনিক গান শুনি আধুনিক বাজনার সাথে . কিন্তু লালন ,রাধা রমন এর গান সুনতে ভালো লাগে না মিক্স এর সুরে. সবচেয়ে খারাপ লাগে উনারা নাকি গান তা মিকস বা করার জন্য কোন ও অনুমতি বা কোন পারিশ্রমিক ও দেন না .এটা আমদের দেশ বাদে আর কোন দেশে সম্বব না. একজন শিল্পী হয়ে আর একজন শিল্পী কে অপমান বা টোকানোর করার কোন কি মানে .তাই আমার ব্লগার বাই দের কাছে অনুরোদ আসুন আমরা যকন দেকবো এ রকম গান বাজারে আসছে এসব এলবাম বর্জন করি.সচেতন শ্রুতা হিসেবে আমরা পারি এই সব শিল্পী দের মাজে একটু দাগ কাটতে পারি .আপনারা হয়ত শুনেচেন ইউরো দেশ গুলা তে ক্রেতা রা খবর নিয়ে দেকেন তাদের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড গুলা নায্য প্রদান করসে কিনা পোশাক কারকানা গুলা .তখন কারকানা মাকিন বা ব্র্যান্ড গুলা নজর দেয় শ্রমিকের মজুরির দিকে. সচেতনা পারে অনেক কিছু ..

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.