আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজন

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে । দুপুর বেলার প্রখর রোদে একলা হাটি, মাতাল হয়ে কষ্ট কিনি, নষ্ট হবো, একটু ছায়ার খুব প্রয়োজন ।

আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে । রাত বিরাতে উদাস মনে আকাশ দেখি, আকাশেরই বিশালতায় হারিরে ফিরি, একটা নীড়ের খুব প্রয়োজন । আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে । তোমায় দেখার তৃষ্ণা কেবল বাড়ছে আমার, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোটার অর্থ খুজি, বুঝতে পেরে অস্হিরতা ঘিরে আমায়, তোমায় কসম খুব প্রয়োজন । আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।

এখন তোমার সকাল বিকাল, কাটছে কেমন, এমন আকাল, তোমার তরে দিবো উড়াল মুক্ত পাখির ডানায়, তোমায় দেখা খুব প্রয়োজন । আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.