আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী বিজ্ঞপ্তিঃ ‘বিপ্লবীদের কথা’ (মাসিক পত্রিকা)

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। জরুরী বিজ্ঞপ্তিঃ ‘বিপ্লবীদের কথা’ (মাসিক পত্রিকা) এখন থেকে ‘বিপ্লবীদের কথা’ (মাসিক পত্রিকা) সকলের (আমজনতা) সহযোগিতা নিয়ে অগ্রসর হবে। শুধু বামধারার শুভাকাঙ্খীদের সহযোগিতা এবং করুণা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। আগস্ট ২০১২ থেকে শিক্ষার্থী সমাজ ও আমজনতাই হবে এই পত্রিকার মালিক। তাদের সহযোগিতায়ই প্রকাশিত হবে ‘বিপ্লবীদের কথা’।

এ ব্যাপারে সকলের মতামত চাচ্ছি। আপনারা যদি মনে করেন যে, এই পত্রিকাটি চালিয়ে রাখা দরকার তাহলে চলবে। অন্যথায় এটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ((কলেজ জীবন থেকেই বিপ্লবী হওয়ার এবং বিপ্লব করার স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্নটা ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পূর্বেই ভেঙ্গে যায়।

তখন আমার সামনে যে সমস্থ বিপ্লবী মড়েল ছিল, তারা অতীতের বিপ্লবী মানুষগুলো থেকে এতটাই বিপরীত যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন প্রচণ্ড হতাশ হলাম। নিজের এই হতাশা কাটাতে এবং আমার মত হতাশাগ্রস্থ তরুণদের হতাশা দুর করতে এবং নতুনদের হতাশায় না ফেলতে এই ‘বিপ্লবীদের কথা’ পত্রিকার মাধ্যমে বিপ্লবের নায়কদের তরুণ প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ট্যাবলওয়েড "বিপ্লবীদের কথা"। প্রথম থেকেই এই পত্রিকার মূল লক্ষ্য ছিল বাঙলা এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমল থেকে শুরু করে সমকালীন বিপ্লবীদের জীবনী এবং তাদের আদর্শের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া এবং সেই সাথে এই অঞ্চলের বিপ্লবী রাজনীতির একটা টাইমলাইন তৈরি করা। একটি "সমাজ বিপ্লব ও বিপ্লবী গবেষণা কেন্দ্র" হিসেবে আত্মপ্রকাশ করতে গিয়ে প্রয়োজন হয়ে পড়ে বিপ্লবীদের একটি এনসাইক্লোপিডিয়া তৈরি করার।

আমি (শেখ রফিক) ও পারভেজ আলম সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরী করি http://www.biplobiderkotha.com ওয়েবসাইটটি (২০১০ সালের শুরুতে)। সমাজ বিপ্লবীদের জীবনী, কর্মযজ্ঞ, আদর্শ আর সাড়াজাগানো সব লড়াই-সংগ্রামের অনলাইন অর্কাইভ গড়ে তুলতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বিপ্লবীদেরকথাডটকম। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.