আমাদের কথা খুঁজে নিন

   

বাসায় হিন্দি চ্যানেল বন্ধ অতঃপর ধরা খাওয়া এবং বউয়ের চাইনিজ ভাষা শিক্ষা!!!

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে। কয়েক দিন আগে পোষ্ট দিয়া সামুর ব্লগারদের জানাইলাম কিভাবে বাসায় হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করলাম। Click This Link কিন্তু সামুর কতিপয় ব্লগারের বদ নজরের কারনে আমার আর সুখে থাকা হলো না। তাদের কু-দোয়ায় আমি ধরা খাইতে খাইতে বেঁচে গেছি। তবে দোষ পুরাপুরি আমার ঘাড়ে আসে নাই।

দুই দিন আগের ঘটনা। আমি অফিস বসে আছি, এমন সময় বউয়ের ফোন আসলো। সে বললো, " একটু আগে ডিশের বিল নিতে ডিশের লোক আসছিলো। " আমি বললাম, "ভালো আসছে বিল দিয়ে দাও। " ও বলে, " আরে বিল তো দিছি কিন্তু একটা ঘটনা আছে।

" আমি বললাম, 'কি?" তখন ও বললো, " আজ ধরছিলাম ব্যাটারে, পাইছে কি? ডিশের লাইন ঠিক থাকেনা আর মাস শেষে বিল। আমি বলছি আজ ডিশের লাইন ঠিক করবেন তার পরে বিল দিমু। তারপর লোকটা চ্যানেল গুলো ঠিক করে দিলো। আর আমি ও ঠিক করা শিখে রাখছি!!! সব চ্যানেল আসছে, আজ কতদিন পরে যে সিরিয়াল দেখবো। " এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো।

দুঃখে কষ্টে মনটা ভেঙ্গে খান খান, কিন্তু পরাজয়ে ডরে না বীর!!! বাসায় যেয়ে দেখি বউ রীতিমতো তার সিরিয়াল নিয়ে ব্যস্ত!!! কিছু না বলে একটা হাসি দিয়ে বললাম, দেখ, সিরিয়াল দেখা অনেক ভালো। তার পরের দিন আবার রিমোট হাতে ভিন্ন কৌশল প্রয়োগের চেষ্টা চালাইতে লাগলাম। এবার সাউন্ড সিস্টেম, টিউন সিস্টেম এবং ল্যাঙ্গুয়েজ বদলাইয়া দিলাম। কারন আমি জানি এখন সে অটো টিউন দেওয়া জানে। অতঃপর আমি আবার অফিস।

বউয়ের ফোন আসলো: ও বললো, "আজ আবার ডিশের লাইনে সমস্যা। " আমি বললাম, " ক্যান তুমি না জান কিভাবে ঠিক করতে হয়?" ও বললো, " জানিতো কিন্তু আজ তো সব অপশনের লেখা চাইনিজ হয়ে আছে, আমি তো চাইনিজ জানি না। "আমি বললাম, " এটাতো চিন্তার বিষয়, এমন হলো কি করে!!!" ও বললো, " এক কাজ করবা আজ বাসায় আসার সময় টাকা নিয়া আসবা। " আমি বললাম, কত টাকা আর ক্যান? ও বললো, ভাবতাছি চাইনিজ ভাষার উপর একটা কোর্স করমু, তার পর টিভির অপশন পড়তে আর কোন সমস্যা থাকবে না!!! ভাবতাছি আমার কি হপে??? আমি এখন কি কর্পো রে মমিন... ...!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।