আমাদের কথা খুঁজে নিন

   

কেউ বাসায় নেই!

এ শহর ছেড়ে আমি পালাব কোথায় কেউ বাসায় নেই! রহিম সাহেব গেছেন এক পাওনাদারের বাড়িতে। ১০০ টাকা পান। লোকটাকে তিনি ধরতেই পারছেন না, খালি ফসকে যায়। আজ একটা বিহিত করেই ছাড়বেন। বাসায় গিয়ে কলিং বেল চাপলে বেরিয়ে এলো একটি ছেলে।

তিনি বললেন, 'তোমার বাবাকে ডাকো তো একটু। ' _'বাবা তো বাড়িতে নেই, অফিসে গেছে। ' _'তাহলে তোমার মাকে ডাকো। ' _'মা-ও তো বাড়িতে নেই, বনভোজনে গেছে। ' _'তাহলে তোমার বড় ভাইয়াকে ডাকো।

' _'ভাইয়া তো সকালেই ক্রিকেট খেলতে বেরিয়ে গেছে। ' এবার লোকটি রেগেমেগে বলল, 'তাহলে তুমি আর বাড়িতে আছো কেন! তুমিও বেড়াতে যাও। ' _'বা রে! আমি তো বেড়াতেই এসেছি। এটা তো আমার বন্ধুর বাড়ি!' রহিম সাহেব গেছেন এক পাওনাদারের বাড়িতে। ১০০ টাকা পান।

লোকটাকে তিনি ধরতেই পারছেন না, খালি ফসকে যায়। আজ একটা বিহিত করেই ছাড়বেন। বাসায় গিয়ে কলিং বেল চাপলে বেরিয়ে এলো একটি ছেলে। তিনি বললেন, 'তোমার বাবাকে ডাকো তো একটু। ' _'বাবা তো বাড়িতে নেই, অফিসে গেছে।

' _'তাহলে তোমার মাকে ডাকো। ' _'মা-ও তো বাড়িতে নেই, বনভোজনে গেছে। ' _'তাহলে তোমার বড় ভাইয়াকে ডাকো। ' _'ভাইয়া তো সকালেই ক্রিকেট খেলতে বেরিয়ে গেছে। ' এবার লোকটি রেগেমেগে বলল, 'তাহলে তুমি আর বাড়িতে আছো কেন! তুমিও বেড়াতে যাও।

' _'বা রে! আমি তো বেড়াতেই এসেছি। এটা তো আমার বন্ধুর বাড়ি!' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।