আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলন-অনশন

শুদ্ধতর অনশন একেই বলে দলাদলি বলতে যা বুঝি ঠিক তেমনটি না হলেও পক্ষ-বিপক্ষ কিন্তু ঠিকই আছে। মারা-মারি, জ্বালাও-পোড়াও নেই অথচ অনশনে আছে সবাই ছাত্র, শিক্ষক, কর্মচারি শিক্ষকের বিরুদ্ধে অধিকার অনশন ছাত্র-শিক্ষক-কর্মচারি ঐক্যজোট অতীতেও এমন হয়েছে অনেক লাশ পড়েছে এক, একাধিক, ততোধিক আন্দোলন আমি তাকেই বলি যে নিজের বুকে লিখতে পারে স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক স্লোগানে স্লোগানে শিউড়ে তোলে গায়ের রোম, ভারী করে তোলে বাতাস শিরায় শিরায় খেলা করে তরুণ রক্ত ভাষনের প্রতিটি বাক্যই যেন তলোয়ারের ঝনঝনানি অন্যায়ের ঢালরূপী পুলিশের ব্যারিকেড বিদ্ধ করে ইট-পাটকেল, পোস্টার, ফেস্টুন, ব্যানার আর কুশপুত্তলিকা দাহ যেন শয়তানের চিতায় মুখাগ্নি কাঁদানে গ্যাসগুলো যেন লিফলেটের ভাষায় দগ্ধ। অতঃপর শরবতের গেলাসে অনশনের সমাপ্তি সেখানে এক গেলাস রক্তের দামে অশুদ্ধ আন্দোলন, বাংলাদেশ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।