আমাদের কথা খুঁজে নিন

   

স্মরনকালে সেরা মৌন মিছিল হলো বুয়েটে! দুর্নিতীর বিরুদ্ধে এতো বড় মিছিল এই দেশে এটাই প্রথম!

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" বিশাল এক মৌন মিছিল হলো আজ বুয়েটে! স্মরঙ্কালের সেরা এই মিছিল বাংলাদেশ আগে কখনো প্রত্যক্ষ করেনি! এই আন্দোলোনে ছিলো শিক্ষক,ছাত্র আর কর্মচারীবৃন্দ! দুর্নিতীর বিষবাষ্প থেকে নিজেদের বাচাতে এতো বড় শান্তিপূর্ন আন্দোলন বাংলাদশে এই প্রথম! ছাত্র,শিক্ষক,কর্মচারীরা সবাই কাধে কাধ মিলিয়ে আজ যে আন্দোলন করলো-তার উদ্দেশ্য একটাই-বুয়েট থেকে দুর্নিতীর ছায়াটা ঝেরে ফেলা! গত কয়েক বছর ধরে বুয়েটের ভিসি আর প্রভিসি এখানে যে দুর্নিতী করছে,তাদের অপসারন ই এই আন্দোলনে মূল উদ্দেশ্য! উল্লেখ্য গত ১১ তারিখ থেকে শুরু হয় এই আন্দোলন যা বিগত কয়েক মাস আগে প্রথমে শিক্ষকেরা শুরু করলেও-গত বুধবার থেকে শিক্ষার্থী আর কর্মচারীরা এতে যোগ দেয়! বিগত বছর গুলোতে ভিসি আর প্রোভিসির দুর্নিতীর মাত্রা এতই বেড়ে গিয়েছিলো যে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীটের সুনাম আর সম্মান মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিলো! আর তারি প্রেক্ষিতে আজ সকাল ১১ টায় ভিসি আর প্রোভিসির অপসারনের জন্য বিশাল এক মৌন মিছিল হয় যা প্রায় ২ কিলোমিটার দীর্ঘ হয় এবং প্রায় ২০০০-৩০০০ শিক্ষক,শিক্ষার্থী আর কর্মাচারী রা এতে যোগ দেয়! বাংলার মাটিতে এরকম ঘটনা এই প্রথম! কিন্তু সেই ভিসি আর প্রোভিসি কিছুতেই পদত্যাগ করবেনা বলে জানিয়েছে! আমি বুঝিনা,যাদের বিরুদ্ধে ২০০০-৩০০০ লোক জড় হয়ে মিছিল করে তারা কিভাবে বলে যে তারা কোনো অনৈতিক কাজ করেনি! নির্লজ্জতার যেখেনে সীমা নেই সেখানে সেখানেই তাদের বিচরন! তাদের অপসারন না হওয়া পর্যন্ত বুয়েটিয়ান দের এই আন্দোলন চলবেই!সকল বুয়েটিয়ান ভাইদের বলছি আপনার অনেকেই আমাদের সাপোর্ট দিচ্ছেন আর যারা বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি যেভাবেই পারেন আমাদের সাপোর্ট করুন! আর সমস্ত দেশবাসীকে বলছি,আমাদের জন্যপ্লীস প্লীস দোয়া করবেন,কেনোনা বিপ্লবের শুরু এখন থেকেই শুরু! বাধা-বিপত্তি আসবেই কিন্ত এভাবেই আমরা পারবো একটা সুন্দর সমাজ গড়তে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।