আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের বাবা-দাদা অথবা দৌদ্দোগুষ্টির কেউ বোধ হয় জিলাপি বানাতো !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! আমি একজন ছেলে (X) ও মেয়েকে (Y) চিনি। তাদের সর্ম্পকে কিছু কথা লিখছি এবং আপনাদের মতামত আহবান করছি। ছেলেটা ও মেয়েটা সম বয়সি। মেয়েটার অন্য একটা ছেলের (Z) সাথে ৮ বছরের গভীর প্রেম (*) ছিল। তারা ভিন্ন ধর্মের হওয়ায় তাদের বিয়ে করা হয়নি।

পরে মেয়েটা আর একজনের (R) সাথে ৪ বছর প্রেম করে যিনি কিছু দিন পর মারা যান। পরবর্তীতে মেয়েটার সাথে আর একজনের (যার কথা বলছি) প্রেম হয়। প্রেম হবার পর সেই ছেলেটা মেয়েটাকে তার পূর্বের প্রেম/ফেসবুক ফেন্ড সর্ম্পকে বলে। যদিও ছেলেটার সাথে তখন কোন মেয়ের সর্ম্পক ছিল না। তারপরও মেয়েটি শর্ত দেয় তার সাথে প্রেম করতে হলে তার মেয়ে ফেসবুক ফেন্ডদের সাথে সর্ম্পক ছিন্ন করতে হবে।

মেয়েটার কথামত ছেলেটা তাই করে। যদিও এতে ছেলেটা ব্যথিত নয়। কারণ, তাদের সে ভালবাসে নি। এই মেয়েটাকেই সে ভালবাসতে চায়। কিন্তু, মেয়েটা ঠিকই তার প্রথম প্রেমিকের সাথে এখনও নেটে/ফোনে যোগাযোগ অব্যহত রাখছে।

৩য় প্রেমিকের সাথে তার ঝগড়া হলে মেয়েটি তার সর্ম্পকে ১ম প্রেমিকের কাছে তার সর্ম্পকে খারাপ কথা বলে। আবার মেয়েটি তার ২য় প্রেমিকের (যিনি মারা গেছে) ফটো তার ল্যাপটপের ওয়াল পেপার করে। অপর দিকে, ছেলেটি একদিন সিডি হতে তার প্রাক্তন মেয়ে বন্ধুর ছবি দেখালে তার উপর মেয়েটি ক্ষেপে যায়। এ ক্ষেত্রে মেয়েটার যুক্তি হ’ল সে তার সব প্রাক্তন প্রেমিকদের সাথে যোগাযোগ রাখতে পারবে কারণ তারা এখন তার প্রেমিক নয় বন্ধু। কিন্তু, ছেলেটা তার মেয়ে ফেসবুক ফেন্ডদের সাথে কোন যোগাযোগ করতে পারবে না।

মেয়েটার কর্মকান্ডে মনে হয়: "কৃষ্ণ করলে লীলা-খেলা, আমি করলে ঢং। বড় লোক করলে সবই রাইট -আমি করলে রং”। এমনে লাত্থি মারবো তাই বলে ? মাসুদুর রহমান লিখেছেন বোধ হয় । । শেয়ার করার মর্মে আসি - আমার অভিজ্ঞতা যদিও এতো খারাপ না তবে কাছাকাছি তাই শেয়ার করলুম ।

যদিও এক-তরফা দোষ দেওয়া হয়ে গেলে নারীকে তবুও যাহা সত্যি তাহা নারী বা পুরুষ দুই সমান ভাবে তিরস্কার পাবার যোগ্যতা রাখে !! বলদ , আহামক , উম্মাদ , কাপুরুষ , যে যাই বলুক ঘটনার কাদাংচি আমার আমার মনে হইতেছে কিন্তু মাসুদুর রহমার কেন লিখলো কেউ কেউ কইবো আবার পোলারা ধুয়া তুলশী পাতা নয় --আবার ডায়ালগ মারবো মেয়েরা ভালোবাসতে অনেক টাইম নেয় কিন্তু ভালোবাসলে তাহা সাচ্ছা হয় আন্ডা হয় -- আর মমিন আলী দিন বদলাইছে না তবে জীবনে আফসুস হৃদয় ভাঙ্গা কাহিনীর জন্য দেবদাস হইতে পারলাম না অনেক ফ্রেন্ডুকে দেখছি কাহিল অবস্থা !! আহারেরেরেরেরে বিঃদ্রঃ আমার লাস্ট কথা মতো ধরে বসবে আমি আমার প্রেমিকার বেপারে উদাসীন ছিলাম তাই ভাগছে বা ছ্যাকাঁ ট্যাকা দিছে মোটেই তা না -- আই এখন পর্যন্ত তারে ভালু পাই । তয় এর মানে না যে হেতের জন্য কান্দা কাইটা জীবন ভাসামু পস্মা সেতুর তলে প্রেম গড়ে ভাঙ্গার জন্য যেই প্রেম যত শক্তি সেই প্রেমের ভাঙ্গন তত কঠিন ( দুই পক্ষ এর প্রেম শক্তি হইলেই তাহা সম্ভব । এক পক্ষ কঞ্চি আর এক পক্ষ বাশঁ তাইলে কিন্তু হইলো না ) পুনশ্চঃ গল্পটা নিছক কাল্পনিক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.