আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই মিলে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলি - "বাংলাদেশ" নামক দেশটির নাম ঃ-

অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা। জানি !!! আমার এই কথাটা শোনার পরে বেশিরভাগ মানুষই হয়তো বিরক্ত হবেন।কিংবা কেঊবা আবার নানা ধরনের কমান্ট করতে চাইবেন !!! কেনোনা না বুঝে ওল্টা পালটা কমান্ট করার মত অভাব নেই লোকের। তাই- সকলের কাছে অনুরোধের সুরে বলছি প্রথমে সমস্ত বিষোয়টি মনযোগ সহকারে দেখেন তারপর একটু কষ্ট করে ভেবে দেখবেন- আমার সাথে একমত হতে পারেন কিনা ??? এবং সমস্বরে বলতে পারেন কিনা- "বাংলাদেশ" নামক দেশটাকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলা হক !!! ........ আমরা সকলেই জানি এই দেশের সেই মহতি অতীত কাহীনি এবং সু-গভীর শ্রদ্ধা করি সেই সব সব মহান ব্যাক্তিবর্গদের যাদের অক্লান্ত শ্রম ও আত্বত্যাগের বিনমোয়ে অর্জিত হয়েছিলো বিশ্বমানচিত্রর মধ্যিখানে ঊজ্জল নক্ষত্রের মত ছোট্ট একটি নাম - """"বাংলাদেশ""" যাকে চিনত সবাই একনামে - রবিঠাকুর , নজরুল , জসিমঊদ্দিন , জীবনান্দদাশ, আব্দুল আলীম এর মত শত শত মহা কবিরা অলঙ্কিত করে গিয়েছিল যে দেশটিকে তাদেরই হৃদয় নিংরান সবটুকো ভালো বাসা ঊজার করে গল্প,ঊপন্যাস,কবিতা আর মন মতানো সূরের মুর্ছনায় আছন্য হাজার ও গান দিয়ে............ সোনার বাংলা, রুপষী বাংলা এমনই কতনা মধুর নামেই ডাকা হত আমাদের এই দেশটাকে যার সুমুচিত কিংবা কদাচিৎ বর্ননা ও সম্ভব না দেওয়া আমি কিংবা আমার মত হাজারো বাঙালীর পক্ষে !!! .......... ......... আমার বর্ননা অনুযায়ী হয়তো পারি নি বোঝাতে আমাদের দেশ সম্পর্কে- কিন্তু এটা তো মানবেন যে- বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হওয়া কিংবা যে ভাবে চলছে আমাদের এই দেশ এমনটি কারো কাম্য নয়- আমি চায় নতুন ভাবে বাংলাদেশটাকে সাজাতে যেখানে থাকবে অতীত এর সোনালি দিনের হাতছানি ও ভবিষ্যত হবে প্রচুর সম্ভাবনাময় আর এগিয়ে যাবে দুর্বার গতীতে আমেরিকা ইউরোপের মত দেশের সাথে পাল্লা দিয়ে- যে দেশটা সম্পর্কে ধারনা পালটে যাবে সমগ্র বিশ্ব জাতির- মুছে ফেলবো বিশ্বমানচিত্র থেকে বাংলাদেশের নাম যে ভাবে এটিকে চেনে সবাই- ....... আমি স্বপ্ন দেখি বাংলাদেশ নিয়ে এমনি ভাবে - তাইতো আমার প্রথম ও চাওয়া এই দেশটির এমন এ এক বিপ্লব এ অবদান রাখা যদি ও বা জানি না তা কেমনে সম্ভব ??? শুধু এই টুকোন জানি যে স্বপ্নের কথা বলছি তা বাস্তবায়ন আমার একার পক্ষে কখন ই সম্ভব না- এটা হবে একটা সম্মেল্যিত প্রচেষ্টা যা শুধু মাত্র সচেতন দেশ প্রেমিক নাগরিক দের দ্বারাই সম্ভব। আমি বিশ্বাষ করি আমরা যারা ব্লগ ব্যাবহার করি তারা তেমন ই - আসুন সবাই মিলে মন খুলে দেশটাকে নিয়ে একটু ভাবি আর কিভাবে এটি করা সম্ভব তার জন্য কি কি করনীয় সেই বাপারে শেয়ার করি প্রত্যকে নিজের মত করে-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.