আমাদের কথা খুঁজে নিন

   

ফান ম্যাগাজিনে এককথায় প্রকাশ পড়েছেন অনেক। এবার পডুন ফিলোসফিক্যাল একদুইকথায় প্রকাশ....

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) যা অবশ্যই বলা উচিত = মোটেও বলা উচিত নয়! যা বলা উচিত নয় = মুখে আসলে আটকে রাখতে হবে। তারপরও কেউ পারে না! যা বলার ছিল = বলতে পারি নি! যা বলার ছিল না = বলে ফেলেছি! যা একটি মেয়েকে বলব বলব করছি = কেন বলতে পারছি না? যা বলতে চেয়েছি = অর্থ সেরকম দাঁড়ায় নি! যা বলতে চাইনি = অর্থ সেরকমই দাঁড়িয়েছে! যা বলিনি = সেটাই মানুষ বলে বেড়ায়! যা বলার কোন মানে নাই = সেটা বলাটাই সবচে পছন্দ! যা কেউ কখনো বলে নি = কেউ বলে নি তাই কেউ জানে না! যা সবাই বলে = কখনো এমনটা হয় না। বাস্তবে সবাই একই কথা বলে না! যা বলার প্রয়োজন নেই = সবাই সেটা জানে। জ্ঞানী লোকেরা যা বলে = বুঝি না! মুর্খরা যা বলে = জ্ঞানী জ্ঞানী লাগে! অভিনেতা অভিনেত্রীরা যা বলে = সবই অন্যের লেখা! নাট্যকার, চিত্রপরিচালক যা বলে = দর্শকদের ভাল লাগবেই! ক্ষমতাবানেরা যা বলে = মেনে নেয়াই নিয়তি! দুর্বলেরা যা বলে = না শোনাই নিয়তি! পুলিশ যা বলে = এম.পি থেকে পি.এম সবারই পিলে চমকে ওঠে! সেনাবাহিনী যা বলে = অনেকদিন পরপর বলে তো... তাই কী বলে মনে থাকে না! ব্যবসায়ী যা বলে = টপ টু বটম একই কথা। উপরের জন দাম বাড়াইছে! বাড়িওয়ালা যা বলে = আগামী মাস থেকে.... (লেখার কী দরকার সবার মুখস্থ) বিনয়ী ব্যক্তি যা বলে = তা শুনলে ভাল লাগে। অতি বিনয়ী ব্যক্তি যা বলে = আরে শুনাই তো যায় না! এত আস্তে বলে! দুর্বিনীত ব্যক্তি যা বলে = অতি বিনয়ীর উল্টা! অহংকারী ব্যক্তি যা বলে = (শোনার সময় মনে হয় তুলা আনলাম না কেন? কানে গুঁজে দিতাম) বি.এন.পি যা বলে = আগে আওয়ামীলীগ যা বলেছিল (তত্ত্বাবধায়ক চাই) আওয়ামীলীগ যা বলে = আগে বি.এন.পি যা বলছিলো (তত্ত্বাবধায়ক চাই না) আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার যা বলেন = বাণী হয়ে যায়। (এটা অনেক শিক্ষিত ব্যক্তির অন্তরের কথা) ড. ইউনুস যা বলেন = ‘আমাদের’ শব্দ দিয়ে বলেন বেশি, আমি দিয়ে খুব কম। ব্যারিস্টার রফিকুল হক যা বলেন = হক কথাই বলেন! আনিসুল হক যা বলেন = হক কথাই বলেন তবে কেীতুকপূর্ণ! ড. আসিফ নজরুল যা বলেন = খুবই যেীক্তিক লাগে। মিজানুর রহমান খান যা বলেন = আইনের শিক্ষক মনে হয়! (এত উদাহরণ দেন!) হানিফ সংকেত যা বলেন = সংকেত চলে যায় জায়গামত! এই ৯গণ্য রম্য লেখক যা বলে = হেসে উড়িয়ে দিলে খুশি হব! --------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।