আমাদের কথা খুঁজে নিন

   

নখ-দন্তহীন দুদক চেয়ারম্যানের কাছে ডিভোর্স লেটার

আপনি- গোলাম রহমান, নিজেকে নির্লজ্জের মতো ব্যর্থ বলে পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন, ‘ছোটখাটো কিছু সফলতা থাকলেও বিস্তৃত পরিধিতে আমি নিজেকে সফল মনে করছি না। আমার চার বছরেও আমি দুদকের আইন সংশোধন করতে পারিনি। ’ আপনি স্বীকার করেছেন আপনি ব্যর্থ। কিন্তু আপনি কিছুতেই সততার সাথে আপনার ব্যর্থতার কারণ বলেননি।

আপনার উপর রাজনৈতিক চাপ কি মাত্রায় ছিল তা প্রকাশ করতে পারতেন। দুর্নীতি তদন্তে আদৌ আপনার কোন যোগ্যতা আছে কিনা। আপনার জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে দেখা যায়, দুর্নীতি কিংবা অপরাধ বিজ্ঞান এই বিষয়ে আপনি ব-কলম। এই বিষয়ে আপনার কোন প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। http://www.notun-din.com/?p=3382 তাহলে আপনি ব্যর্থ হনেন না তো কে ব্যর্থ হবে।

সত্যি, আপনি নখ-দন্তহীন বাঘ। আপনার বিদায়, আমাকে আরো শংকিত করে। কেননা, পরবর্তী চেয়ারম্যানদেরও কোন বিশষ যোগ্যতা প্রমাণ করে নির্বাচিত হতে হবে বলা মনে হয়না। কেননা দুর্নীতি দমন কমিশনের বর্তমান ব্যবস্থাপনায় বারবারই আপনার মতো নখ-দন্তহীন চেয়ারম্যান নির্বাচিত হতে পারে। এই ডিভোর্স লেটার সমস্ত নখ-দন্তহীন চেয়ারম্যানদের জন্য প্রয়োজ্য হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।