আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে গঠিত হল “সপ্নের ফান্ড”“সপ্নের পদ্মা সেতুর” জন্য । সামুর লক্ষাধিক ব্লগারদের সাহায্য চাইছি এই প্রক্রিয়াটি সবাইকে জানানোর জন্য । শেয়ার ইট

আমাদের উপর নেমে এসেছে এক “মহাপ্রলয়” ওয়ার্ল্ড ব্যাংক এর রুপে । হটাত করেই জানতে পারলাম আমাদেরকে ঋণ দেয়া হবে না পদ্মা সেতুর জন্য । এই জন্যই মাননীয় নেতারা বেশ কয়েকদিন যাবতই ইঙ্গিত দিয়ে আসছিলেন যে নিজস্ব তহবিল থেকেই গড়ে তোলা হবে “সপ্নের পদ্মা সেতু” । যাই বাণিজ্যিক প্রতিস্থান থেকে ঋণ নেয়ার কথা উথলেও সেটা বুদ্ধিওয়ালাদের চাপের ভারে বন্ধ হয়ে যাচ্ছে । তবে আশার কথা হল নেতারা বলেছেন এক বেলার বাজার যদি তারা না করেন তাহলেই নাকি পদ্মা সেতু হয়ে যাবে ।

যাই হোক আমরা বেচে থাকতে আমাদের নেতারা এক বেলা না খেয়ে থাকবেন টা আমরা সইতে পারবোনা । সুতরাং এই প্রস্তাবও গ্রহণযোগ্য হইল না জনগনের নিকট । তারপর শেষ ঘোষণা আসলো যে একটাকা করে যদি গোটা দেশবাসী দান করবেন পদ্মা সেতুর জন্য । এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং এতে ৩০০ শত সাংসদ সহ প্রায় বিশ কোটি মানুষ ঐক্যমতে এসেছে । এরই ধারাবাহিকতায় নিচের প্রক্রিয়া গুলু নেয়া হয়েছে ফান্ড কালেক্ট এর উদ্দেশে ।

আপনি আপনার ১ টাকা দেয়ার জন্য “পদ্মা সেতু ইম্পসিবল ব্যাংক” এর যেকোনো শাখার “সপ্নের পদ্মা সেতু” নাম এবং A/C no. ২০০০০০০০০ (বিশ কোটি) লিখে জমা করে দিন । এসম্পর্কিত সকল তথ্য আপনি ব্যাংকের সকল তথ্য আপনি ব্যাংকের সকল ব্রাঞ্চে পাবেন । “পদ্মার ধাক্কা” নামক ১ টাকা মুল্ল্যের ঋণপত্র ছাড়া হয়েছে বাংলাদেশ ব্যাংক মারফত । আপনি আপনার যেকোনো মোবাইল নাম্বার থকে ফোন করতে পারেন ২০০০০০০০০ (বিশ কোটি) নাম্বারে কিংবা আপনি SMS ও করতে পারেন । SMS করতে লিখুন “সপ্নের পদ্মা সেতু” এবং পাথিয়ে দিন ২০০০০০০০০ (বিশ কোটি) নাম্বারে ।

এছাড়া নতুন চলচিত্রের অগ্রিম টিকিত কিনেও আপনি এই দান করতে পারেন । ছবির নাম “কোটি টাকার সেতু” জি হ্যা আবুল মাল ও আবুল হসেন অভিনিত এই ছবি মুক্তি পাবে ২০২১ সালে (মিশন ২১) আপাতত এতুটুকই সামনে আরও পদক্ষেপ নিলে জানান হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।