আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ৫০

সকল প্রশংসা মডারেটরদের

লেখালেখির অভ্যাস কোনকালেই ছিলোনা আমার। বুঝ হবার পর থেকেই যে কাজটা করতাম সেটা হলো লাফালাফি। আমার লাফালাফি দেখে আত্নীয় স্বজনরা মা কে বলতো তোমারে ঘরে বানর হয়েছে। ছোটবেলায় আমার সবচেয়ে পছন্দের কাজ ছিলো গাছে চড়া, সমবয়সী বন্ধুরা যখন বিকেলে মাঠে বল নিয়ে দৌড়াদৌড়ি করতো, আমি তখন মাঠ সংলগ্ন পেয়ারা গাছে চড়ে চুপচাপ তাদের খেলা দেখতাম। আর সবচেয়ে অপছন্দের কাজ ছিলো লেখাপড়া করা, বিশেষ করে লেখালেখি ব্যাপারটা ছিলো আমার দু' চোখের বিষ।

সাম.ইনে আসার আগে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর ছাড়া মনে হয় আর কোথাও কিছু লেখি নাই। পরীক্ষার খাতাতেও অনেক সময় লিখতে ইচ্ছা হতো না, মাঝে মাঝে সবকিছু পারা সত্ত্বেও না লিখে খাতা জমা দিয়ে চলে আসতাম। এ স্বভাব আমার ভার্সিটির শেষদিন পর্যন্ত ছিলো। সামহোয়ার ইনের সাথে আমার পরিচয় ঘটে পত্রিকার মাধ্যমে,কৌতুহল হওয়াতে একদিন ঢুকে পড়লাম , কি মনে করে যেন একটা নিকও রেজিসট্রেশন করে ফেললাম। প্রথম প্রথম শুধুই সবার লেখা পড়তাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই অধৈর্য্য হয়ে এখানে আসা বন্ধ করে দিলাম।

প্রায় ১০-১২ দিন পরে সেমিস্টার ব্রেকে বেকার বসে থাকতে থাকতে হঠাৎ আবার সা.ইনে ঢু মারলাম, কি মনে করে যেন একটা পোষ্টও দিয়ে দিলাম,কিছুক্ষন পরে দেখি শাওন নামে একজন ব্লগার কমেন্ট করে রেখে গিয়েছে,প্রথম পোষ্টেই কমেন্ট পেয়ে খুশিতে ডিগাবাজি দিতে ইচ্ছা হচ্ছিলো। এরপর থেকে ঝিমিয়ে ঝিমিয়ে প্রায় নিয়মিত পোষ্ট দিতে থাকলাম। এই করে কখন যেন ১ বছরে ৪৯ টা পোষ্ট দিয়ে ফেললাম। ব্লগিং এর প্রথম দিকে অন্য ব্লগারদের পোষ্ট শুধু পড়তাম, মন্তব্য করার সাহস পেতাম না। একদিন নরাধম ভাইয়ের আড্ডা পোষ্টে ঢুকে সাহস করে একটা কমেন্ট করে বসলাম।

দেখলাম সবাই বেশ সহজ ভাবেই গ্রহন করলো কমেন্টটা। এরপর সারারাত ধরে সেই পোষ্টে অন্য ব্লাগরদের সাথে মজা করতে লাগলাম,বিষয় ছিলো রাশু ভাই আর বিমা ভাইয়ের বালিকা নিয়ে হা-হুতাশ। এ পোষ্টেই নরাধম ভাই,রাশু আর বিমা ভাইয়ের(সবসময় উনাকে আমার নিজের বড় ভাইয়ের মতো মনে হয়) সাথে প্রথম খাতির হয়। ধীরে ধীরে আউলাদি (প্রত্যেকটা পোষ্ট পড়ার পড় হাসির চোটে পেট ব্যাথা শুরু হয়ে যায়), মুকুল ভাই,আরিফুর ভাই (দারুন একজন মানুষ,অনেকেই হয়তো জানে না উনি খুব ভালো কবিতাও লিখেন), নীলা (এই মেয়ে প্রথম প্রথম আমার কোন কমেন্টেরই জবাব দিতো না, এখন দেয়। অভিমানী এই পিচ্চিটার লেখা সবসময় খুব আগ্রহ নিয়ে পড়ি।

নীলার সাথে পরিচয় হবার পর মনে হতো ওর মতো যদি আমার একটা অভিমানী পিচ্চি বোন থাকতো!), রন্টি ভাই (দুর্দান্ত একজন লেখক), দূরন্ত ভাই (যার পোষ্ট সবসময় ভিন্ন এক আমেজ এনে দেয়), শামীম(সবসময় বিয়ে করার জন্য ব্যস্ত), সাজিপু(আমার খুব পছন্দের ব্লগার,সাজিপুর কথা মনে হলেই মন হয়, আহা! আমার যদি ওনার মতো একটা বোন থাকতো), নাদান ভাই, রাগ ইমন আপু (আমার আরেকজন খুব খুব প্রিয় একজন মানুষ),শারফু ভাই (কমেন্ট মুছে মেজাজ খারাপ করিয়ে দিত),মানুষ ভাই (ওনার লেখা প্রত্যেক টা পোষ্টই অসাধারন),শান্ত ভাই (এই ছেলেটার পোষ্ট পড়ার জন্য সবসময় অপেক্ষা করি,কিন্তু গুতাগুতি করার পরও নতুন পোষ্ট দেয় না,খুব ভালো লাগে শান্ত ভাই কে) চিটিপু (আমার আরেকজন খুব প্রিয় কবি),এস্কিমো ভাই,সাইফুর ভাই (কাছিমের ছবিটা দারুন লাগে),রেটিং ভাই(অসম্ভব ভালো মনের এজন মানুষ), চানাচুর(নতুন কবি),আসিফ আহমেদ ভাই,শফিউল আলম ইমন ভাই,মৈথুদা, একজন ব্লগার(ও আমার স্কুল জীবনের বন্ধু),নেমেসিস ভাই(এখন আর ব্লগে আসেন না। আমার খুব পছন্দের একজন মানুষ),স্বাপ্নিক(ওনাকেও ব্লগে অনেকদিন দেখি না,রুবেল শাহ ভাই(একাধারে কবি ও চিত্রকর),নিহন ভাই(ওনার আকা ছবি অসাধারন লাগে) ওনাদের সাথে পরিচয় হয়। এদের সবার সাথেই এখন খুব ভালো একটা সর্ম্পক তৈরি হয়ে গিয়েছে। নতুন ব্লগারদের মধ্যে সবার আগে পরিচয় হয় হনলুলু সাথে,এই পরিচয় কখন যে বন্ধুত্বের পর্যায়ে চলে গিয়েছে টেরও পাই নাই। আরেক জন ব্লগার যাকে খুব ভালো লাগে সে হল রাতমজুর ভাই।

এছাড়া তানজু আর চান্কুর পোষ্টগুলিও খুব মজা লাগে পড়তে ( বিশেষ করে খাদ্য বিষয়ক পোষ্ট)। ভালো লাগে সবাকের কবিতা আর রাজাকার বিষয়ক লেখাগুলি পড়তে। আরেকজন ব্লগার যার কবিতা সবসময় খুব আগ্রহ নিয়ে পড়ি,আর আশ্চর্য হই, এত ছোট বয়সে কি করে এমন গাম্ভীর্যপুর্ণ কবিতা লিখে ?, সে হচ্ছে আশবাফ। চিকন মিয়ার কবিতা আর কমেন্টগুলিও খুব মজা লাগে পড়তে। চিকন মিয়ার প্রত্যেকটা ব্যাপারই আমার ভালো লাগে।

আমার আরেকজন পছন্দের ব্লগার হচ্ছে কঁাকন যে কিনা আমাকে প্রত্যেকদিন ভোরে সুপ্রভাত জানায়। এছাড়া, অমি রহমান পিয়াল, আইজুদা(এখন আর লিখেন না এই নিকে),আজহার ফরহাদ,কালপুরুষ,ফারহান দাউদ,সিহাব ভাই,বিহংগদা, রুখসানা তাজিন আপু(উনার পোষ্টগুলা পড়তে দারুন মজা লাগে,কমেন্টগুলি আরও বেশি মজার),আন্দালীব,রিয়াজ শাহেদ(ওনার কমেন্টগুলা দারুন মজার হয়),উত্তরাধিকার,রাহামনি বৃষ্টি, আব্দুলহাক,রোডায়া,আনিকা, প্রচেত্য,বিবর্তনবাদী,দেবদারু,আরন্যক যাযাবর,সাঈদ শেরিফ,নিয়াজ মোর্শেদ,বিবর্ন,নির্বাসিতদা, প্রীটি সোনিয়া,অগাণিতিক,নাজিরুল হক,এরশাদ বাদশাহ, তীরন্দাজ,ছায়ার আলো,েজবীন আপু, তানজিলা আপু, যূথীঁ আপু,নাইম, জোনাকি,নিশীথ রাতের বাদলধারা ( এই মেয়ের পোষ্টে কমেন্ট করতে ভয় পাই,সবসময় মনে হয় রেগে থাকে) এদের সবার লেখাই খুব ভালো লাগে যদিও ওনাদের কারো সাথেই তেমন ইন্টার‌্যাকশন হয় নাই,কিন্তু যখনই ওনাদের পোষ্ট দেখি খুব আগ্রহ নিয়ে পড়ি। আমার এই এক বছরের ব্লগ জীবনে লেখালেখির পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে রাশু ভাই,বিমা ভাই,রন্টি ভাই আর সাজিপুর। এই চারজন মানুষের অবিরাম ভালোবাসা আর উৎসাহের জন্য, আমার মতো ছটফটে একজন মানুষ আজও লিখে চলেছে। আমার সবচেয়ে বাজে পোষ্ট গুলাতেও তাদের করা ভালো ভালো কমেন্টগুলি এই চারজন মানুষের প্রতি আমার শ্রদ্ধা আর ভালবাসা আরও বাড়িয়ে দেয়।

মাঝে মাঝে মনে হয় মানুষগুলো এত ভালো হয় কেন? একজন অপরিচিত মানুষের প্রতি তাদের ভালাবাসা আমাকে সবসময় মুগ্ধ করে.................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।