আমাদের কথা খুঁজে নিন

   

বাবুনগরী ৯ দিনের হেফাজতে

ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া মতিঝিল থানা পুলিশের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 
জুনাইদ বাবুনগরীর জামিন আবেদনও নাকচ করে দেন তিনি।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান মঙ্গলবার বাবুনগরীকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হেফাজতে ইসলামের মূল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং কী ধরনের পরিকল্পনার মাধ্যমে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টায় লিপ্ত ছিল তা জানতে জুনাইদ বাবুনগরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত এই হেফাজত নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
রোববার মতিঝিলে সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।
পরদিন রাতে ঢাকা থেকে বাবুনগরীকে আটক করে পুলিশ।
তিনি চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস। ওই মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী হেফাজতের আমির।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.