আমাদের কথা খুঁজে নিন

   

চিনতে পারেন কি এই চিত্রশিল্পকে ?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছবি এঁকে রীতিমতো চমকে দিচ্ছেন তার সমালোচকদের। বুশ বলেন, তিনি যে পড়তেও পারেন কোন কোন মানুষ এটা ভেবেও বিস্মিত হন। ৬৬ বছর বয়সী এ রাজনীতিবিদ প্রায় এক বছর আগে ছবি আঁকা শুরু করেন। তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশের এক বান্ধবী বুশের ছবি আঁকার প্রতিভার তারিফ করেছিলেন। সেখান থেকেই শুরু।

প্রথমদিকে একটু সংশয় আর দ্বিধায় থাকলেও পরবর্তীতে এটা তার সখে পরিণত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। আর সে জন্য একটা বই কিছুটা কৃতিত্বের দাবিদার। হিরো উইনস্টন চার্চিলের লেখা ‘পেইন্টিং অ্যাজ এ পাসটাইম’ বুশকে ছবি আঁকা সখ হিসেবে নিতে অনুপ্রেরণা যোগায়। শুধু তাই নয়।

সপ্তাহে এখন একদিন করে ছবি আঁকা প্রশিক্ষণও নিচ্ছেন বুশ। পোষা প্রাণী, প্রাকৃতিক দৃশ্য ও ফুল-ফল প্রভৃতি বিষয় নিয়ে ছবি আঁকায় ব্যস্ত সময় পার করছেন বুশ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।