আমাদের কথা খুঁজে নিন

   

পশুবৃত্তিসম্পন্ন লোকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

ঢাকা, শনিবার,৭ জুলাই ২০১২, ২৩ আষাঢ় ১৪১৯, ১৬ শাবান ১৪৩৩ প্রচ্ছদআজকের পত্রিকা হোম বিশাল বাংলা ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে বখাটেরা ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে বখাটেরা ভোলা অফিস | তারিখ: ০৭-০৭-২০১২ ০ মন্তব্যপ্রিন্টShareThis « আগের সংবাদ পরের সংবাদ» ভোলার তজুমদ্দিন উপজেলায় গত বুধবার রাতে সপ্তম শ্রেণীর ছাত্রী বীথি রানীকে (১৩) এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। ভোলা সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরালেও এখন পর্যন্ত তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সামিয়া আহমেদ বলেন, এসিডে পুড়ে ক্ষত হওয়া ওই ছাত্রীর অবস্থা গুরুতর। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বিশেষ করে, তার চোখের অবস্থা আশঙ্কাজনক।

বীথি রানীর ভাষ্যমতে, বুধবার দিবাগত রাতে সে নিজেদের ভাঙা হোগলাপাতার ঘরে টেবিলে বই পড়ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে এসিড ছুড়ে পালিয়ে যায়। এতে তার চোখ, মুখ, গলা, মাথার সামনের ভাগ, বুক ও হাত-পা ঝলসে গেছে। বীথি রানী তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি উপজেলার গুড়িন্দা গ্রামে।

তার বাবা বাবুল চন্দ্র দাস একজন জেলে। বাড়ি থেকে প্রায় তিন মাইল হেঁটে সে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মিরাজ ও সালাউদ্দিন এবং তাদের কয়েকজন বন্ধু প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। ঘটনার দিন স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করলে তার সহপাঠী এক বান্ধবী পায়ের জুতা খুলে তাদের মারতে যায়। বীথি রানীর ধারণা, ওই বখাটেরাই তার ওপর এসিড ছুড়ে পালিয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।