আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধিবদ্ধ সতর্কীকরণ "আমি তোকে ভালবাসি"

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। ১ প্রিয় প্রাপক, প্রেরকও প্রাপক হতে চায়। ইতি প্রেরক। ২ এখানে গোলাপের চাষ হয় বিক্রি হয় সস্তা দরে এখানে গোলাপের পাপড়িগুলো অশ্রুসহ সাজিয়ে রাখি থরে থরে। ৩ আমার অসময়ে লেখা প্রেমের চিঠি স্বৈরশাসকের হাতে থাকা সংবিধানের মত মূল্যহীন।

৪ তোমার ছায়া অবলম্বনে একটি ছায়া তৈরি করছি চুনখসে যাওয়া দেয়ালে। ছায়া বিরোধী সরকারী দান এনার্জী লাইটগুলো তোমার সতীনের মত ছায়া ঢেকে দেয়। তোমার আদলে তৈরি তুমির দেয়ালে একটি চিকা মেরে দেই "এখানে ছায়া তৈরি নিষিদ্ধ" ৫ সংবিধিবদ্ধ সতর্কীকরণ "আমি তোকে ভালবাসি" ৬ মাঝে মাঝে বাজে বকতে ইচ্ছা হয়। যা ইচ্ছা তাই। যাচ্ছেতাই।

পূণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবির বিজ্ঞাপন বিরতিতে চা, সিগারেট এর ধোঁয়া বিনময়ে হেসে লুটোপুটি খেতে ইচ্ছা হয়। হাঁটতে হাঁটতে সচেতনভাবে অসচেতনতার ভান করে আঙ্গুলের সাথে আঙ্গুল ছুঁয়ে চমকে উঠার ভান করা, হাত স্পর্শ করে বাংলা নাটকের ভঙ্গিতে ঝগড়ায় মেতে উঠাও একটা অ্যডভেঞ্চার বটে। জীবনের লক্ষ ঠিক করে না, কেবল পূণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবির বিজ্ঞাপন বিরতি হলেই চলবে !  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.