আমাদের কথা খুঁজে নিন

   

গুলিতে মরছে আফগান, মার্কিন সেনার মুখে গান

গত জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল আফগানিস্তানে নিযুক্ত চার মার্কিন সেনা মৃতদেহের ওপরে প্রস্রাব করতে করতে হাসি-ঠাট্টা করছে। এবার তাদের আরও ভয়াবহ নৃশংসতার পরিচয় পাওয়া গেছে সদ্য প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে। যেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে আফগানিস্তানের বেসামরিক মানুষের ওপরে বোমাবর্ষণের সময় মার্কিন সেনারা গান গাইছে। আফগানিস্তানে এই বিমান হামলাটি এর আগেও বেশ সমালোচিত হয়েছিল। আর নতুন এই ভিডিওতে হামলাকারী বিমানের পাইলটের গান গাওয়ার ব্যাপারটিও তীব্র নিন্দার মুখে পড়েছে।

লাইভলিক ডটকম নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, বোমা হামলা করার ঠিক আগমুহূর্তে হেলিকপ্টারের পাইলট গাইছেন ডন ম্যাকলিনের বিখ্যাত ‘বাই, বাই মিস আমেরিকান পাই’ গানটি। এটি ছিল ১০১তম এয়ারবর্ন ডিভিশনের এএইচ৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। এই বোমা হামলার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের অন্তত একজন বেসামরিক মানুষ প্রাণ হারান। এ সময় হেলিকপ্টারে বসা আরেক সেনাকে বলতে শোনা যায়, ‘চমত্কার’। এরপর হেলিকপ্টার থেকে গুলিও চালানো হয় পলায়নরত আরও দুজন মানুষকে লক্ষ্য করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। লাইভলিকের এই ভিডিও লিংকের নিচে একজন লিখেছেন, ‘এটা খুবই আপত্তিজনক। নিরীহ মানুষকে হত্যা করে যারা এত আনন্দ পায়, তাদের মানসিক চিকিত্সার প্রয়োজন আছে। ’ আরেক পাঠক লিখেছেন, ‘মানুষ হত্যা করতে করতে গান গাওয়াটা খুবই নির্মম ও নৃশংস। ’ এলেনজুলু নামের আরেক পাঠকের মতে, এই মার্কিন সেনারা নিশ্চিতভাবেই মানসিকভাবে বিপর্যস্ত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যাপক সুনাম কুড়িয়েছিল মার্কিন ১০১ এয়ারবর্ন ডিভিশন। এর পাইলটদের খুবই নিবেদিতপ্রাণ ও সম্মানিত বলে বিবেচনা করা হয় মার্কিন সামরিক বাহিনীতে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মার্কিন সামরিক কর্মকর্তারা। (চেষ্টা করেও ভিডিওটি এড করতে পারলামনা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.