আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

এরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে রাজু (২০) ও মোহাম্মদ আলীর ছেলে  জাফর আলী (২৫)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার খাদেমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোরে সীমান্তের ৮৫৬ নম্বর মেইন পিলারের পাশে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় রাজু ও জাফর গরু আনতে যান। এ সময় ভারতের কুচবিহার ৩৫ ব্যাটালিয়নের ফালাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে।
“রাজুর বাম হাতে এবং জাফরের ডান হাতে গুলি লেগেছে,” বলেন খাদেমুল।
তাদের প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.