আমাদের কথা খুঁজে নিন

   

দরকার হলে একবেলা বাজার করব না: সাজেদা

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। দরকার হলে একবেলা বাজার করব না: সাজেদা View this link সাজেদা, আফনের প্যাট এ্যাতো ভরা যে, আপনাগো শরীলের তেল আগামী ৫ বৎসরে ও মলিন হইবো না। একবেলা ক্যান?৫ বৎসর আফনাগো বাজার না করলেও চলবে! এরচেয়ে কন, আফনারা আওয়ামীরা না খাইয়া পদ্মা সেতু করবেন। আমাগো এইডার মইদ্যে টানেন ক্যান? না, সেইটা আপনে/আপনেরা কইবেন না! আমরা তো সারা বৎসর ই না খাইয়া থাকি, এর মইদ্যে আবার ১ বেলা বাজার না করার কতা কন ক্যান? আফনেরা খাইয়া-খাইয়া শরীলে তেল বানাইবেন, আর আমাগো উপদেশ মারবেন, "দরকার হইলে একবেলা বাজার না কইর‌্যা, না খাইয়া থাকবেন!" না সাজেদা বিবি, আপনেরা না খাইয়া পদ্মা সেতু ক্যান, আরো কিছু বানান; মাগার আমাগো না খাইয়া থাকার কতা কইবেন না। এখন আর আফনাগো সেই অধিকার নাই।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.