আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ কি এখনও বিপথগামী হয়নি? বিপথগামী হতে আর কয়টা লাশ দরকার, কয়টা টেন্ডার বক্স ছিনতাই দরকার, কয়টা মেয়ে কে নেতাদের বাসায় পাঠানো দরকার।

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি ছাত্রলীগ বিপথগামী হয় তবে ব্যাবস্থা নিবেন। ভালো খুব ভালো। কিন্তু আমার কথা হলো ছাত্রলীগ এখনও কি বিপথগামী হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ কি এখনও বিপথগামী হয়নি? বিপথগামী হতে আর কয়টা লাশ দরকার, কয়টা টেন্ডার বক্স ছিনতাই দরকার, কয়টা মেয়ে নেতাদের বাসায় পাঠানো দরকার। ঢামেক রাজীবকে কুপিয়ে হত্যা, রাবিতে নাসিমকে ছাদ থেকে ফেলে হত্যা, জাবিতে বারবার টেন্ডার নিয়ে গোলাগুলি ও শতাধিক আহত, ঢাবিতে মহসিন হলের সামনে যুদ্ধ, ঢাপই তে রামদা চুরি পিস্তল উদ্ধার, চবিতে তিনজনকে হত্যা, ইডেনে ছাত্রীদেরকে নেতাদের বাসায় পাঠানোর, কলেজগুলোতে কোটি টাকার ভর্তি বাণিজ্য, শিক্ষক লাঞ্চনা, টেন্ডারবাজির পরও তারা বিপথগামী হয়নি। তার মানে প্রধানমন্ত্রী এই সব অপকর্মকে অপকর্ম বলছেন না।

তিনি বললেন মিডিয়া নাকি তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। এসব বলে তিনি প্রকারন্তরে অতীতের কাজগুলোকে সমর্থন করেছেন। তখন বলা হত ছাত্রলীগ তাদের কিছু না। এখন বলা হচ্ছে মিডিয়ার প্রচারনা। সেলুকাস! ওনারা পারেনও।

এই পর্যায়ের লোকদের এমন সব শুনলে নিজেরই লজ্জা করে। হে প্রভু আমাদের সুমতি দাও। অপরাধীকে অপরাধী বলার নৈতিকতা মানসিকতা দাও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.