আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো বাজার করিনা। তাইলে কেমনে পয়সা বাঁচবো?

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল ভাই,. আমারতো যা কামাই তাতে বাজার যাইতে ভয় পাই। একদিন বাজার না করে পয়সা বাচিয়ে পদ্মা সেতু বানানোতে আমি তো কোনো অবদানই রাখতে পারবো না। তবে সাজেদা চৌধুরির বাজার হয় মেলা। একদিন বাজার না করলে অসুবিধা নাই।

বরং সুবিধা। অনেকে তখন ফ্রি বাজার তার বাড়ীতে পাঠিয়ে দেবে। তাছাড়া ৩০০ এমপি প্রতিদিন কত টাকার বাজার করেন? একদিন বাজার না করলে কত বাচবে? নিশ্চয়ই মেলা টাকা বাচবে। অতএব পদ্মা ব্রিজ হয়ে যাবে। যাই হোক সাজেদা চৌধুরি নিজেই ধরা দিয়ে দিছেন যে তার কাছে কত আছে।

তানা হলে খালি একদিনের বাজার বাচিয়েই পদ্মা সেতু করা যাবে। (মাথা খারাপ হইলে কি না বলে। অবশ্য মাথা আছে নাকি তাও তো জানিনা। ) সুরঞ্জিত বাবু বলছে ৩২ কোটি হাত দিয়ে সেতু বানাবে। মানবন্ধন সেতু।

আর যাই হোক লেবার খরচ বাচানো যাবে। কথাটা একেবারে খারাপ কয় নাই। সাজেদা চৌধুরির বাজার বাচানো টাকা দিয়ে রড সিমেন্ট হবে, আর ১৬ কেটি লেবার। পদ্মা সেতু হবেই হবে। কিন্তু আমার তো বাজারের টাকাই নেই।

আর এই হাতে কি পদ্মা সেতু হবে? বুঝতেছি না। ভাইয়েরা পরামর্শ দেন আমি কি করতে পারি এই পদ্মা সেতুর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।