আমাদের কথা খুঁজে নিন

   

বাবা ছেলের ভালোবাসার গল্প........

Live with no excuses and love with no regrets একটি শিক্ষণীয় গল্প। ছেলে: বাবা, তুমি ঘন্টায় কত টাকা আয় কর? বাবা: (স্তম্ভিত হয়ে) কেন সেটা দিয়ে তোমার কী দরকার? ছেলে: দরকার আছে বাবা, প্লিজ বল না... বাবা: ২০০ টাকা। ছেলে: আমাকে সেখান থেকে অর্ধেক ধার দিতে পারবে? বাবা: দেখ, আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করি, তুমি যদি ভেবে থাকো আমার সেই টাকা ধার করে খেলনা কিনবে, তাহলে খুব খারাপ কাজ করেছো। এখন বরং ঘুমাতে যাও। বাবার রাগ কিছুক্ষণ পর নেমে গেলো।

তিনি ভাবতে লাগলেন- হয়তো অন্য কোন কাজে টাকাটা ছেলের আসলেই দরকার। তিনি ছেলের ঘরের দরজায় নক করলেন- বাবা: ঘুমিয়েছিস? ছেলে: না, বাবা। বাবা: এই নে, আমি তোর জন্য ১০০ টাকা নিয়ে এসেছি। ছেলে দরজা খুলে দিলো, তার হাতে একটা কাঁচের বৈয়ামে অনেকগুলো খুচরো টাকা। দেখে বাবার মেজাজ আবারো খারাপ হয়ে গেল... বাবা: তোমার কাছে তো দেখছি যথেষ্ট টাকা আছে, তারপরও তুমি আমার কাছে টাকা ধার চাইলে কেন? ছেলে: না বাবা, আমার কাছে যথেষ্ট টাকা ছিলো না; তোমার ধার দেয়া ১০০ মিলিয়ে হয়েছে।

এই নাও বাবা, এখানে ২০০ টাকা আছে। তুমি কী আগামী কাল এক ঘণ্টা আগে বাসায় ফিরে আমার সাথে রাতের খাবার খেতে পারবে? তারপর আমাকে একটা গল্প শোনাবে... বাবা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাদের জন্য এত কষ্ট করছেন? একবারও কী জানতে চেষ্টা করেছেন, তাঁরা আসলে কী চায়? -তাঁরা এইটা চায়.......। বাবাকে আজ মিস করছি খুব। মেয়েদের কাছে বাবা হলো তার প্রথম ভালোবাসা আর ছেলেদের কাছে বাবা হলো তদের হিরো।

- collected ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.