আমাদের কথা খুঁজে নিন

   

সিংহ রাশি, ১২ রাশির মধ্যে সবচেয়ে উদার,মহৎ ও শ্রেষ্ঠ রাশি

এই দুনিয়ায় আসলে সবাই দেখতে সুন্দর। পার্থক্য একটাই,কেউ কেউ দেখতে সবসময়ই সুন্দর। আর কেউ কেউ দেখতে মাঝে মাঝে সুন্দর । মানুষের দুঃখ-দুর্দশায় এদের মন ও হাত সদাই প্রসারিত। কৃপণতা কাকে বলে এরা তা জানে না।

এরা অতিশয় উচ্চা-অভিলাষী। জীবনে অল্পতে তুষ্ট হন না। এরা সম্পূর্ণ স্বাধীন-চেতা। কারো হুকুম বা আদেশ একদম ভালো লাগে না। নিজের মত স্বাধীনভাবে চলতে এদের খুব ভালো লাগে।

কোন রকম বাধ্য-বাধকতা এদের একটুও পছন্দ না। শক্তি-মান, মর্যাদাশালি ব্যাক্তিদের প্রতি এরা বেশি আকৃষ্ট হন। এদের আত্ম মর্যাদাবোধ খুব প্রবল। মরে যাবে কিন্তু কারো কাছে নিজেকে হীন করতে রাজি নন। এরা সব সময় শান্ত-শিষ্ট থাকতে বেশি পছন্দ করে।

এদের ভিতর সব সময় একটা গম্ভীর ভাব কাজ করে। এরা হটাৎ খুব রেগে উঠে,আবার পরক্ষনে রাগ পানি হয়ে যায়। রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তবে কেউ একবার বেশি রাগিয়ে তুললে তার আর নিস্তার নাই, সাথে সাথে সিংহ এর থাবা বসিয়ে দেয়। এদের ধৈর্য ও সাহস প্রচুর,অসম্ভব বিপদেও তেমন বিচলিত হন না।

এরা আদর্শবাদি,এদের জীবন উঁচু পর্যায়ের মানুষের আদর্শে চলে। এরা স্পষ্টবাদি মানুষ। কথা বলার সময় কোন প্রকার ভনিতা করতে পারে না। যা বলার তা সরা-সরি বলে ফেলে,এ জন্য অনেকে এদের শত্রু মনে করে। এরা বন্ধুর জন্য প্রানও উৎসর্গ করতে পারেন,তবে বিশ্বাসঘাতক,অকৃতজ্ঞ ও প্রতারককে এতই ঘৃণা করেন যে তার ছায়াও পা দিয়ে মারাতে খুব ঘৃণা বোধ করেন।

এরা বিনা কারনে কারো পিছে লাগেন না। কিন্তু কেউ বিনা কারনে পিছে লাগলে হটাৎ তারে এমন সাইজ করেন যে তার বাপের নাম ভুলার অবস্থা হয়ে উঠে। এরা যাকে একবার মন দিয়ে ভালোবাসেন তার জন্য সকল ত্যাগ স্বীকার করতে রাজী থাকেন। ভালোবাসার মানুষের সকল ভুল ত্রুটি সাত গুন মাপ এদের কাছে। দুনিয়ার মধ্যে ঘুম এদের সবচেয়ে প্রিয় জিনিস।

ঘুম ঠিক মত না হলে এদের সারা দুনিয়া উল্টা পাল্টা মনে হয়। এদের মন উদার বলে প্রায়ই এদের প্রতারিত হতে হয়। এরা মহৎ, সকল দোষ ক্ষমা করতে পারলেও মিথ্যা বাদি আর প্রতারক এদের দুই চক্ষের দুশমন। এদের ভিতর জন্ম থেকেই নিজেকে নিয়ে একটা আলাদা মুড থাকে। যা চেহারায় ভালো ভাবে প্রকাশ পায়।

অনেক টা অহংকারীভাব এদের মাঝে বিরাজ করে। যা এই রাশির সবচেয়ে নেতিবাচক একটা দিক। চ্যালেঞ্জইং কর্ম-কাণ্ড এদের খুব আকর্ষণ করে থাকে। এদের ভাগ্য অন্য রাশিদের থেকে তুলনামুলক ভাবে ভালো। এই রাশির স্পষ্টবাদিতা, অহংকার ও হটাৎ রেগে উঠাভাব বাদ দিলে মানুষ হিসেবে এরা খুব ভালো এবং মহৎ এক সত্তা।

আমার সিংহ রাশি। আপনারটা কি?কারা কারা আছেন সিংহ রাশির জাতক\জাতিকা,হাত তুলেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।