আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক উত্তেজনা

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন! মানুষ মনে হয় অহেতুক উত্তেজনা ভালবাসে। হয়ত আমিও তাই। নিজেকে বদলান দরকার। কিন্তু কিভাবে? ধার দিতে হবে আমার ভোতা স্নায়ুতে। কিন্তু কিভাবে? জানি না।

জানতেও চাই না। যেসব চিন্তাভাবনা আমার মনকে বেশী উদ্বেলিত করবে, ছুড়ে ফেলে দেব তাদের সবগুলোকে। এটাকে কি একা হয়ে যাওয়া বলে? জানি না। আমি তো কোনদিনও একা ছিলাম না, অনেক বন্ধুরা আমার পাশে ছিল সব সময়। ছিল আমার পরিবার।

তারপরেও কেন অবান্তর প্রতিক্রিয়া মনের মাঝে? মনের জোর কম বলে হয়ত। মনের জোর বাড়াতে হবে? হমমমম, হতে পারে, এটার উপায়ও আমার জানা নেই! অস্থিরতাকে কাটানোর কোন পন্থা আমি জানি না! তবে জানি উপেক্ষা করতে, জানি ভুলে জেতে। খুব সোজা, ভুলে যাও, উপায় খোঁজ এবং অস্থিরতা কমাও। অন্যের ব্যাপারে নাক গলানো কমাও। বুঝতে পেরেছি, নিজের স্বপ্ন ভুলে যাই, তাই অস্থির হয়ে যাই।

ঠিক আছে তবে, অন্যের স্বপ্নে আমার অযাচিত প্রবেশ তবে বন্ধ হোক! হ্যা ঠিক, স্বপ্নকে বাচিয়ে রাখ, আরও স্বপ্ন দেখার, ছুড়ে ফেল না স্বপ্নকে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।