আমাদের কথা খুঁজে নিন

   

******** কয়েকটা অনুরোধ ***********

আসসালামু আলাইকুম / শুভেচ্ছা / বেক্তিগত অভিজ্ঞতা থেকে যুবক-তরুণ ভাই দের প্রতি কিছু অনুরোধ ::: ১. স্যান্ডেল ঘষিয়ে, রাস্তা ঝাড়ু দেবার মাফিক হাটবেন না / ২. কজন বন্ধু ফুটপাথ এ দাড়িয়ে আড্ডা দিলে মানুষের হাটার রাস্তাটিকে নিজের মেস-বাসা-বাড়ি মনে করবেন না - এক পাশে দাড়ান / ৩. হাটার সময় বিপরীত দিক থেকে হেটে আসা মানুষ টি যাতে আপনাকে পাশ কাটিয়ে যাবার পর্যাপ্ত পরিমান জায়গা পায়, সেটা চিন্তা করে হাটুন / ৪. বিপরীত দিক থেকে হেটে আসা মানুষ টি মহিলা হলে কৌশলে কনুই বা কাঁধ বাড়িয়ে দিয়ে তার গায়ে ছোয়া লাগানোর চেষ্টা করবেন না / ৫. মানুষের আশে-পাশে, সামনে-পিছনে, ডানে-বায়ে হাটার সময় কেউ যাতে আপনার হাত পা দ্বারা আঘাত প্রাপ্ত না হয় সেই খেয়াল রাখুন - মহিলাদের বেপার এ বিশেষ ভাবে খেয়াল এবং সম্মানজনক দুরত্ব রাখুন / ৬. 'ওয়াক ধু', কাশি, নাক ঝাড়া, হাঁচি, নাক এর ময়লা আঙ্গুল দিয়ে খুটিয়ে তোলা যথাসম্ভব পাবলিক প্লেস এ পরিহার করুন - রুমাল, টিসু বেবহার করতে পারেন / ৭. রাস্তা দিয়ে হাটার সময় যথাসম্ভব ফুটপাথ বেবহার করুন / ৮. যান বাহন যেতে দিন - যান বাহন এর গতির চেয়ে মানুষ এর গতি কম - এই বেপার টি মনে রাখবেন, তাই হেলে-দুলে, ঢিমে-তালে যানবাহন এর সামনে 'ফেশন শো' পরিহার করুন / ৯. সবজায়গায় 'আখলাক' এবং 'কমন সেনস' চর্চা করুন /

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।