আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকা পারভীনঃ দিনে ৬ কেজি চালের ভাত, ২ কেজি মুড়ি খায়!

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায় কলকাতা প্রতিনিধি | তারিখ: ০৩-০৭-২০১২ সিদ্দিকা পারভীন লম্বায় ৭ ফুট ১১ ইঞ্চি। ওজন ১৬০ কেজি। বয়স ২৫। দিনে তাঁর লাগে ছয় কেজি চালের ভাত। সেই সঙ্গে ডাল, সবজি, মাছ ও ডিম।

আরও লাগে দুই কেজির মতো মুড়ি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর শ্রীরামপুর গ্রামে সিদ্দিকা পারভীনের বাড়ি। বাবা একজন খেতমজুর। দরিদ্র বাবা আফাজউদ্দিনের নুন আনতে পানতা ফুরায়। তিনি কী করে মেটাবেন মেয়ের এই ক্ষুধা! তাই দিনের পর দিন আধপেটা খেতে খেতে অসুস্থ হয়ে পড়েছে সিদ্দিকা।

গত রোববার তাকে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে। সিদ্দিকার বাবা জানান, ১০ বছর বয়স থেকে সিদ্দিকা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। এখন বয়স ২৫ হয়ে গেছে। তার পরও সে লম্বা হয়েই চলছে। তিন মাস আগেও তাঁর উচ্চতা ছিল ৭ ফুট ৬ ইঞ্চি।

ওজন ছিল ১২০ কেজি। দিনে চারবার ভাত খান সিদ্দিকা। প্রতিবার দেড় কেজি চালের ভাত লাগে। দুই ভাই ও এক বোনের মধ্যে সিদ্দিকাই বড়। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার সকালে হাসপাতাল থেকে সিদ্দিকাকে নাশতা হিসেবে দেওয়া হয় সাতটি কলা, চার পাউন্ড পাউরুটি এবং দুই লিটার দুধ।

দুপুরে দেওয়া হয় দুই কেজি চালের ভাত সঙ্গে সবজি, ডাল ও মাছ। একই পরিমাণ খাওয়া দেওয়া হয় রাতেও। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলা ওয়ার্ডে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা হয়েছে সিদ্দিকাকে। প্রয়োজনীয় খাবার না পেয়েই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁরা আরও জানান, হরমোনজনিত রোগে আক্রান্ত সিদ্দিকা।

কলকাতায় নিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব হলে সিদ্দিকার স্বাভাবিক জীবন লাভের সম্ভাবনা রয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.