আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব- ১২

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই my neighbours (আমার প্রতিবেশি) date: 16-04-2013 size: 24'' x 16'' media: color pencil এত কিছু থাকতে কাক আঁকলাম কেন? এই কাক নিয়ে ফেসবুকে ২দিন আমার স্ট্যাটাস ছিল এমন "নাইট ডিউটি করে এসে বসলাম মাত্র, নিজে নাস্তা করছি জানালার ধারে বসে আর আমার সঙ্গী একটা কাক তাকেও পাউরুটি খাওয়াচ্ছি... কাক টা কি সুন্দর করেই না খাচ্ছে! জীবন টা বড়ই সুন্দর " "একটু আগে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখলাম।দুইটা কাক বসে ছিল পাশের বাড়ির জানালার উপর। হঠাৎ একটা কাক উড়ে গেল আর মুখে করে কিছু খাবার নিয়ে আসল। সে যা খাবার এনেছে তা নিজে একটুও না খেয়ে তার সঙ্গী কাক টি কে মুখে করে খাইয়ে দিল। জানিনা আমার এই দৃশ্য দেখে এত ভাল কেন লাগল! মানুষের মধ্যে ভালবাসা কমে গেলেও বা না থাকলেও পশুদের মধ্যে চিরকালই ভালবাসা ছিল, আছে ও থাকবে " এরপরে মাথা থেকে একপ্রকার ভুত নামানোর জন্যই বোধ করি এই ছবিটা আঁকা। এই কাক দুটির বাসায় বর্তমানে ডিম আছে অনেকগুলো, তারা অনেক আনন্দে সময় কাটায়। আমার দেখতে অনেক ভাল লাগে। আপনাদের কেমন লাগবে জানিনা। সবাইকে ধন্যবাদ -ডা: নাজিয়া হক অনি  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।