আমাদের কথা খুঁজে নিন

   

মাটির পিঞ্জিরা: অসাধারন কিছু গানের ছবি, গ্রামবাংলার প্রেমের ছবি...

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। বন্ধু তোমার ভালোবাসা রাখবো মাটির পিঞ্জিরায়... এস আই টুটুল ও রিজিয়া পারভীনের গাওয়া অসাধারন এই গানটি কি আপনারা কেউ শুনেছেন ? মুক্তিপ্রতিক্ষিত বাংলা ছবি মাটির পিঞ্জিরা'র থিম সং এটি। ছবির মিউজিক ডিরেকশন দিয়েছেন স্বনামধন্য গায়ক বারী সিদ্দিকী। মজার ব্যাপার হলো- এই প্রথমবারের মত তিনি ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন (অবশ্যই সঙ্গীত শিল্পী হিসেবে নয়) ! কেন এই ছবি নিয়ে লিখছি ? বেশ কিছু কারণ আছে। আমি সিনেমা বোদ্ধা নই।

সিনেমা নিয়ে রিভিউ করা আমার কাজ নয়। তবে আমি গান শুনি। ভাল গান পেলে অনবরত একই গান শুনতে থাকি। এই ছবির প্রতিটি গান এক কথায় অস্সাধারন ! কথা সুর ও গায়কীতে, মিউজিক কম্পোজিশনে সব দিক থেকে হৃদয় ছোঁয়া গানের সমাহার এই ছবিতে। ছবিতে আরো গান গেয়েছেন বারী সিদ্দিকী, ডলী সায়ন্তনী, শাকিলা জাফর, মমতাজ প্রমূখ।

দ্বিতীয়ত, ছবির গল্প। গ্রামবাংলার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির বিষয়বস্তু। একটি করুণ প্রেমের ঘটনা। লাইলী মজনু থেকে মনপুরা। ভালবাসায় সীমাহীন আত্মত্যাগের আরেকটি জ্বলন্ত উদাহরণ।

কী সেই কাহিনী ? না থাক, এখন বলবো না। ইচ্ছে হলে দেখে নিবেন। তৃতীয়ত, ছবির শিল্পীদের অভিনয়। নবাগত নায়ক শাহিদ খান ও সুপার হিরুইন তারকা শম্পা এই ছবির নায়ক নায়িকা। একনায়কতন্ত্র সময়ে এই জুটির অভিনয় পরিচালকদের নতুন করে আশা জোগাবে বলে আশা করছি।

বাংলা সিনেমার দর্শকগণ নতুন মিষ্টি এক জুটি পাচ্ছেন- প্রতিশ্রুতি দিচ্ছি। সিনেমায় আরো প্রাণবন্ত অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দোপাধ্যায়, আফরোজা বানু, পীনু প্রমূখ। চতুর্থত, এর নির্মানশৈলী। পরিচালক এস এম শাহনেওয়াজ শানু তাঁর নতুন হাতে যে কাজ করেছেন তা বলতে গেলে- এক কথায় অনবদ্য। ছবির লোকেশন, সেট নির্মান দর্শকদের ভিন্নতা দিবে।

সংলাপে নতুনত্যের স্বাদ পাবেন। ছবিটি যে কোন দর্শক দেখে এক বাক্যে স্বীকার করবেন, অনেকদিন পর একটি পরিচ্ছন্ন, মানসম্মত, ভালো ছবি দেখলাম। ছবিটির প্রচারনার সর্বশেষ কারনটি আমার কাছে সামান্য দৃষ্টিকটু ঠেকছে। কারণ ছবির পরিচালক আমার খুব কাছের এক আত্মীয়। ছবির নায়কও তাই ! ব্লগার বন্ধুরা, ছবিটির গানের অডিও এলবাম অলরেডি বাজারে নিয়ে এসেছে ঈগল।

আপনি চাইলেই এলবামটি কিনে গানগুলো শুনতে পারেন। কথা দিচ্ছি গান ভাল না লাগলে এই প্রচারনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবো। যে কেউ আমার কাছ থেকে গানগুলো পেতে চাইলে ইমেইল ঠিকানা জানান। সবাই ভালো থাকুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.