আমাদের কথা খুঁজে নিন

   

battlestar galactica--- আমার দেখা সেরা সাইফাই টিভিসিরিজ

I deem them mad because they think my days have a price... ব্যাটলস্টার গ্যালাকটিকা— অসাধারন একটা সাইফাই টিভি সিরিজ। আমি মাত্রই দেখা শেষ করলাম,ঘোর কাটাতে পারছিনা। বিজ্ঞান,ধর্ম,মিথ,মানবীয় আবেগ আর সব কিছুর উপরে সারভাইভাল দা ফিটেস্টের অসাধারন চিত্রায়ন — সব কিছু মিলিয়ে এটা আমার দেখা সেরা মাল্টিডাইমেনশেনাল সিরিজ যেখানে প্রতিটা এপিসোডই দেখিয়েছে মানুষের টিকে থাকার লড়াইয়ে নিজেদের মানবীয় আবেগ আর অন্তদন্ধ প্রতিনিয়ত মানুষকে কিভাবে পেছনে ঠেলে দেয়?? কবল, সে গ্রহের নাম যে গ্রহে ছিল মানুষের আবাস। মানুষের হাতেই সেখানে সাইলনদের জন্ম,যারা মূলত একধরনের রোবট। একটা সময় পর সাইলনরা বিদ্রোহ করে বসলে যুদ্ধ বেধে যায় মানুষে আর সাইলনে।

যুদ্ধে কোণঠাসা মানুষ কোবল ছেড়ে দেয়। এখন তারা মহাকাশে ঘুরে বেড়ায়। তাদেরই নতুন কলোনির নাম টুয়েলভ কলোনি ফ্লিট। সাইলনরা অবশ্য মানুষের পেছন ছাড়েনি। তাই তাদের জন্য প্রতিনিয়তই মানুষকে হাইপারডাইভ দিতে হয়,একটু ভুল হলেই পুরো স্পেসশিপের ধংসের কারন হবে।

সবমিলিয়ে পুরো কলোনিতে বেঁচে থাকা মানুষ আছে আনুমানিক ৫০০০০। এদেরকে রক্ষা করতে না পারলে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে—এভাবেই কাহিনী এগোতে থাকে। যে জন্য টিভি সিরিজটিকে স্পেশাল বলব- প্রথমত, অধিকাংশ চরিত্রই যথেষ্ট শক্তিশালী। কিছু চরিত্র অসাধারনভাবে যৌক্তিক তো কিছু প্রচণ্ড মানবিক-সিরিজটি দেখে আমার একটা উপলব্ধি হয়েছে যে মানুষ মানবিক দোষগুনের ফলে মানুষ হয় আর টিকে থাকে নিজের যুক্তির উপর ভর করে। কিন্তু প্রচণ্ড বিপদে মানবিকতার আঁকড়ে ধরতে গেলে সেটা ভুল,লজিক-ই তখনকার হিউম্যানিটি।

সিরিজ শেষে একটা কথা মনে হয়েছিল-what makes us human??দ্বিমত থাকতে পারে জেনেও বলছি (এ ব্যাপারে আলোচনা হতে পারে)উত্তরটা যদি humanity হয় তবে ভুল,সিরিজটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় logic কিভাবে আমাদের হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে?? দ্বিতীয়ত, রোবট অর্থাৎ সাইলন রা এক ঈশ্বরে বিশ্বাসী,অসাধারন তীব্র সে বিশ্বাস। কিন্তু ব্যাটলস্টার গ্যালাকটিকার মানুষরা অনেকে বহুঈশ্বরবাদী,অনেকের ঈশ্বরে বিশ্বাস নেই,অর্থাৎ মানুষের সুনির্দিষ্ট কোন গতিপ্রকৃতি নেই। সাইলনরা জানে তাদের কি করতে হবে,কি করা উচিত যেখানে মানুষ দ্বিধাবিভক্ত। শুধুমাত্র সংঘবদ্ধ একটা ধর্মবিশ্বাস,একটা লক্ষ্যই মানুষের চেয়ে সাইলনদের সুপিরিয়র করে দিয়েছে। নতুবা সাইলনদের বিবর্তনগত অথবা টেকনলজিক্যাল সুপিরিয়রিটি খুব একটা বেশি ছিলনা মানুষের চেয়ে।

মানে সোজা কথায় যা বলতে চাইছি-survival the fittest-এই সুত্রটাতে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তি কতটা কাজ করে??শারীরিক অথবা মজ্জাগত বুদ্ধির দিক দিয়ে কাছাকাছি হওয়ার পরও সাইলনদের সবার একধরনের বিশ্বাস আর এক ধরনের লক্ষ্য ছিল-এই মানসিক যোগ্যতায় তাদেরকে মানুষের চেয়ে সুপিরিয়র করে দিয়েছে। তৃতীয়ত, অতিকায় মানুষ লোপ পাইবে,ক্ষুদ্রকায় পিঁপড়ারা নয়। কারন মানুষ পলিটিক্স আবিস্কার করেছে,পিঁপড়ারা পারেনি। স্টিফেন কিং এর একটা কথা ছিল— “As a species we are fundamentally insane.put more than two of us ina room,we pick sides and start dreaming up reasons to kill one another.why do you think we invented politics and religion??” —আমি কথাটা মনে প্রানে বিশ্বাস করি। এই সিরিজটাতেও দেখানো হয়েছে যে,মানুষ যেখানে প্রায় নিশ্চিহ্ন,মাত্র হাজার পঞ্চাশেক বেঁচে আছে,সেখানেও রাজনীতি নামক জীবাণু আরও কতটা অসহায় করে দিতে পারে মানুষকে!!পলিটিক্স জিনিসটার কি খুব দরকার আছে আমাদের এই পৃথিবীতে??আমি ভেবে দেখেছি এটি দুর্বলদের প্রতি সবলের অত্যাচারকে যৌক্তিক একটা রুপ দেয়া ছাড়া আর কখন কি করেছে ?? সিরিজটা দেখতে গেলে এমন অনেক প্রশ্নই জন্মাবে,একটু ভাল পর্যবেক্ষণে উত্তরও পেয়ে যাবেন।

সব মিলিয়ে আমার রেটিং—৯.২/১০। উৎসর্গ-ভিঞ্চি দা নয়ন,আমার এই বন্ধুটার সাইফাই মুভিতে প্রচণ্ড আগ্রহ,কিন্তু প্রায়ই তাকে হা-হুতাশ করতে দেখি। এখনকার অধিকাংশ সাইফাই মুভিই বেশ গাঁজাখুরি-এইটা আমারও মত। তবে সিরিজটার কথা বলতে পারি-অন্তত তোর সাইফাই ইন্সটিংক্ট তৃপ্ত হবে,দেখে হতাশ হবিনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।