আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মজিলাকে গুড বাই , গুগল ক্রোমকেই বেটার মনে হচ্ছে!!! কিন্তু মজিলার এড অন ছাড়া কিভাবে চলি???

প্রথমেই বলে রাখি আমি টেকি পাবলিক না, এসব টেকি ব্যাপারে একেবারেই ম্যাংগো পাবলিক! তবুও অনেক দিন ধরেই মজিলার প্রতি বিরক্তি ধরে গিয়েছিলো, কিন্তু পাছে গুগল ক্রোমকে পেতে গিয়ে মজিলাকে হারিয়ে আমছালা দুটোই হারানোর ভয়ে সে পথে বেশ কয়েকবার পা দিতে গিয়েও পিছিয়ে এসেছিলাম!!! কিন্তু ইদানীং মজিলা পেজ ওপেনে এত বেশী সময় নিচ্ছিলো যে, মাঝে মাঝে ল্যাপটপের মনিটরকে চাঁদের চেয়েও দূরের কোন বস্তু মনে হচ্ছিলো। আবার বার বার পেজ হ্যাং (?) ( আমার বানানো শব্দ, মনে হয়না ব্রাউজারের ক্ষেত্রে এমন কোন টেকি শব্দ ডিকশনারীতে আছে) হয়ে যেতো , তাই পরশু রাতে গুগল ক্রোমকে নামালাম, আমার মনে হয় পৃথিবীতে এলিয়েন নেমে এলে নাসার বিজ্ঞানীরা যে রকম উত্তেজনায় ছটপট করবে, আমি তার চেয়েও বেশী উত্তেজিত হয়ে গিয়েছিলাম যাক , কোথা থেকে কি হলো বুজলাম না, কিন্তু ইনস্টল করেছি সেটা শিউর, কিন্তু ডেক্সটপে কোন ক্রোমের কোন শর্টকাট আইকন না পাইয়া মনে খুব ব্যাথা পেলাম, ভাবলাম আমার মতো ননটেকির জন্য গুগল নয়, মজিলাই আমার ফুলীর মা অনেক কষ্ট করে শেষমেশ ক্রোমের শর্টকাট আইকন ডেক্সটপে আনতে পারলাম এবার ফাইনাল খেলা.......... ওরে আল্লাহ !!!এতো দেখি মজিলার চেয়ে রুপে-গুনে-মানে অনেক ভালা জিনিস, পুরাই টাসকি খাইলাম, এই জিনিস এতদিন ব্যবহার না করায় নিজেকে অভিশাপ দিতে লাগলাম যা হোক, জিনিসটা আমার কাছে ব্যাপাক লাগতাছে। কিন্তু সমস্যা হইলো মজিলার এড অন গুলান খুব কামের জিনিস আছিল, গুগল ক্রোমে কি সেইরাম কিছু আছে??? প্রশ্নটা কি আবালীয় হয়ে গেলো??? আসল টেকি বা সেমি টেকি ভায়েরা প্লিজ গুগল ক্রোমের কি কি চরম জিনিস আছে, একটু যদি জানাতেন, মনটা খুব খুশি হইতো। সেই সাথে মজিলার এডঅন গুলানকে কিভাবে ক্রোমে কাজে লাগাইতে পারি সেইটা জানাইলে জানে পানি আসতো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।