আমাদের কথা খুঁজে নিন

   

দেখলাম, এয়ারটেল নিবেদিত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত টেলিফিল্ম " "আমাদের গল্প"

এতকিছু ... ওই সিনেমার জন্যই... দেখলাম, এয়ারটেল নিবেদিত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত বেশ মোটা বাজেটের টেলিফিল্ম " "আমাদের গল্প"। এতো বড় বাজেট! মিউজিকের জন্য কোন বরাদ্দ হইল না? ধুমায়া স্টক মাইরা দেন বস। বিশ্ব সঙ্গীত এভাবেই ছড়িয়ে পড়বে জনপদ থেকে জনপদে। আর হসপিটাল এর সিনে এতো আনন্দময় মিউজিক পৃথিবী বাসী আগে দ্যাখে নাই কখনো। গল্প? বেশ ভাল।

তিন চার টা গল্প একসাথে ল্যাটপ্যাটায়া যাইতেই পারে। টেলিফিল্ম বলে কথা। আর ব্যাপার না, নামই তো আমাদের গল্প। ক্যামেরার কাজ? এক কোথায় জঘন্য। অফিসের দারোয়ান দিয়ে কাজ করালেও এর চাইতে ভাল হইত।

কেন না সে এই কাজ আগে কখনো করে নাই। একটা ভীতি কাজ করতো। স্রদ্ধাও থাকতো। এক্সপেরিমেন্ট ভাল, তাই বলে মনিটর ফেলে পরিচালক কোথায় গেছিলেন কে জানে! উনার অ্যাসিস্ট্যান্ট রা মানে আমাদের প্রিতম ট্রিতম রা ভাল বলতে পারবে। কি চিত্রায়ন হইতেছে এইটা দেখা নিশ্চয়ই পরিচালকের দায়িত্ব, না কি?! এখন বলতে পারেন।

তুমি এতো বড় বড় কথা কইতেছ, তুমি কি বাল বানাও? জি বস। এই বাজেটে একটা সিনেমা বানানো সম্ভব। আর এই সেম স্ক্রিপ্ট এর পাঁচ ভাগের এক ভাগ বাজেটে এর চে ১২ গুন সুন্দর করে বানানো সম্ভব। আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। শিঘ্রই আসছে উনার পূর্ণ দৈর্ঘ্য সিনেমা "টু বি কন্টিনিউড"।

ওইওই মাল টাও দেখার অপেক্ষায় থাকলাম। ওই টা তো সিনেমা, ওই টা নিশ্চয়ই ভাল হইব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।