আমাদের কথা খুঁজে নিন

   

কি দেখলাম !!!

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

সাধুবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট দলকে, জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ের জন্য । সকালে বোলিং নৈপুণ্য যেমন অপ্রত্যাশিত ছিল, তেমন ছিল ব্যাটিং এর কঙ্কালসার দেহ প্রদর্শনী । মাত্র ৪৫ রান করার জন্য ৪টি উইকেট বিলিয়ে দিয়ে আরেকবার তারা দেখালো আমাদের ব্যাটিং কোন লেভেলে আছে । যদি জিম্বাবুয়ে ১২০-১৫০ রান করতো তাহলে মনে হয় বাংলাদেশ হেরেই যেত । আজকেও দেখলাম ক্যাচ ফেলার মহড়া, কেন আমাদের ফিল্ডিং-এর অধ:পতন ? মুশফিক রহিম কি কখনো ক্যাচ না ফেলে ম্যাচ খেলতে পারে না ? আমাদের সমস্যা আমরা ম্যাচ জিতলে ত্রুটিগুলো এড়িয়ে যেতে চাই, তাই বারবার একই ভূল করছে তারা ।

আমি হতাশ , প্রচন্ড ক্ষুব্ধ এমন নগ্ন ব্যাটিং দেখে । আজকে ১০ উইকেটে জেতার সুযোগ ছিল, এমন সুযোগ প্রতিদিন আসে না । কেন তারা এটা পারলো না ? জুনায়েদ, আশরাফুলের মনে হয় বিশ্রাম দরকার । যতোই ব্যাকলিফট চেন্জ করুক, পরিবর্তন আসতে সময় লাগবে । ক্রিকেট শুধু টেকনিকের নয়, মেধারও খেলা ।

মনের জোরে সীমিত সামর্থ্য নিয়েও ভাল করার হাজার নজীর আছে । অতিসত্ত্বর ব্যবস্থা নেয়া দরকার বোর্ডের । তাদের বুঝতে হবে আবেগ দিয়ে ক্রিকেট খেলার যুগ বাংলাদেশ আরো আগে পেরিয়ে এসেছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।