আমাদের কথা খুঁজে নিন

   

স্মল বিজনেস বিষয়ক কিছু অতি স্মল টিপস(রম্য)

যে মুখ নিয়ত পালায়......। । ফ্রেন্ড ইস্টাফ দের মধ্যে একজন ব্যবসা শুরু করেছে। স্মল বিজনেস। মিনি গার্মেন্টস টাইপের।

তাদের কিছু কারিগর শাড়ি বানায়। সেই শাড়ি তারা পাইকারি দরে শো রুম গুলোতে বিক্রি করে। এই হল বিজনেস। আজকে শোনলাম তাদের লাভ ও স্মল হচ্ছে। এটাকে হিউজ করতে শো রুম নেয়া দরকার।

কিন্তু তাতে হিউজ পরিমাণ টাকার দরকার। তারা কিছুটা চিন্তিত। আমি চিন্তা দূর করতে এগিয়ে গেলাম। স্মল বিজনেস নিয়ে অনেক আগ্রহ। সেই আগ্রহ থেকেই তাদের কিছু মার্কেটিং টিপস দিলাম।

শুধু তাদের দিলে তো হবে না। জাতি কে দিতে হবে। তাই জাতির সামনে এই pOsTer পোস্টের মাধ্যমে তুলে ধরা হল স্মল বিজনেস মার্কেটিং টিপস ২০১২। টিপস-১ হিসেবে আমি তাদের বললাম শো রুমের বদলে তোমরা একটা গাড়ি নিতে পারো। সেই গাড়ি কে চোখ ধাঁধানো স্টাইলে সাজিয়ে একেক সপ্তাহ একেক পয়েন্টে নিয়ে রাখবে।

গাড়িতে ই থাকবে প্রোডাক্ট। একেবারে চলন্ত শো রুম। তারা জানাল গাড়ির দাম বেশী পড়বে। তাছাড়া ড্রাইবারের বেতন টেতন দিয়ে লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার মত অবস্থা হওয়ার সমূহ সম্ভাবনা। তাদের এই কথায় আমি দমে গেলাম না।

দ্বিতীয় টিপস দিলাম নৌকা শপ। সুরমা নদীতে বিরাট একটা নৌকার ব্যবস্থা কর। সেই নৌকায় থাকবে প্রোডাক্ট। থাইল্যান্ড না কই যেন এরকম নৌকায় বাজার আছে শুনেছি। তারা বলল, মানুষ কি আসবে? আসবে না কেন।

অবশ্যই আসবে। ভার্সিটি গুলোতে গিয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। তাদের বলতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকায় এই শপ আসলে বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে দেশের তরুণ জনসমাজের এক বলিষ্ট হুংকার। কোন সংঘটনের মাধ্যমে সংস্কৃতিক কোন উৎসব পিঠা উৎসব, আম জাম কাঠাল উৎসব, ঢেঁকি উৎসব এসবের কোন একটা করতে হবে। তাহলেই মানুষ আসবে।

বিশেষত যেহেতু শাড়ি মেয়েদের জিনিস তাই টার্গেট থাকবে মেয়েদের আনা। মেয়েরা আসলে ছেলেরা ও আসবে। তারা বিমর্ষ মুখে জানাল এটা বিরাট প্ল্যান। রাজনৈতিক নেতাদের এই প্ল্যান দেয়া উচিত। আওয়ামিলীগের কাউকে দিলে ভালো হয়।

তারা নৌকায় একটা বাণিজ্য মেলা টাইপ কিছু করে ফেলতে পারে। কথায় আছে, যত বাণিজ্য মেলা, তত উপরি লাভ। দুই দুইটা টিপস দেয়ার পর শো রুম বিষয়ক টিপস বাদ দিয়ে মার্কেটিং টিপস এর দিকে দৃষ্টি দিলাম। মার্কেটিং টিপস এর ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হল মার্কেটিং যাতে অভিনব হয়। যেমন, প্রথমেই বলা যায় রিকশা গ্যারেজ মার্কেটিং।

এর জন্য একটা গ্যারেজে যেতে হবে। রিকশার পিছনে যারা ছবি আঁকে তাদের দিয়ে সব রিকশার পিছনে প্রোডাক্ট এবং কোম্পানির নাম দাম এই সব সুন্দর করে লিখে দিতে হবে। ১০০ রিকশায় লিখলে কমপক্ষে ১৫০ জন লোক দেখবে প্রতিদিন। সপ্তাহে ১০৫০ জন। এই ১০৫০ জনের মধ্যে একজন কাস্টমার হওয়া অস্বাভাবিক নয়।

তারা চিন্তিত মুখে বলল, হু। আমি পরের টিপসে গেলাম। প্রতিদিন শুক্রবারে কিছু ভিক্ষুক দেখা যায় সুরেলা কন্ঠে গান গায়। এদের তোমরা ধরো। তোমাদের কোম্পানির জন্য ঐ সুরে একটা গান বানাও।

তারপর একেকজন ভিক্ষুক কে একেক এলাকায় পাঠিয়ে দাও। জন প্রতি কিছু টাকা দিলে হবে। তারা গান গাইবে। ভিক্ষা ও করবে। মাঝখান দিয়ে হয়ে যাবে তোমাদের কোম্পানির প্রচার।

আর প্রচারেই প্রসার। তারা সরু চোখে তাকায়। আমি আবার বলি, আরেকটা টিপস আছে। ডেস্টিনি মার্কেটিং। ডেস্টিনির কিছু কারিৎকর্মা কর্মীরে ধরো।

এদের ট্যাকা টুকা দিয়া বল তোমাদের জন্য মার্কেটিং করতে। এদের জন্য কমিশনের ব্যবস্থা ও রাখতে পারো। পার সসেলে একটা অংশ দিবা। তাইলে দেখবা এরা পুরা সিলেট এমনকি পুরা দেশে ডান হাত বাম হাত করে তোমাদের বিজনেস ছড়িয়ে দিয়েছে। চা চলে আসল।

আমি চা খাওয়া শুরু করলাম। আমার ব্যবসায়ী বন্ধু ও তার বন্ধুরা বিমর্ষ মুখে তাকিয়ে ছিল। একজন বলল, আর টিপস নাই? আমি চা খেতে খেতে বলি, না। আপাতত নেই। তবে পরে মনে আসলে অবশ্যই বলব।

তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো। তারা এগুলো ট্রাই করবে কি না জানি না তবে জাতি চেষ্টা নিয়ে দেখতে পারে। অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।