আমাদের কথা খুঁজে নিন

   

ইনোসেন্টের শরবত-২: স্টার্ট স্মল, বাট ডু স্টার্ট

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!


সফলদের সঙ্গে অন্যদের পার্থক্য কী?

আজ যারা সফল এবং যারা অসফল বা ব্যর্থ তাদের মধ্যে একটি মৌলিক পার্থক্য হল যারা সফল হয়েছেন তারা শুরু করেছেন এবং সেটি চালিয়ে নিয়েছেন। এমনও হতে পারে যে, তুমি হয়তো বিশ্বের সেরা আইডিয়া নিয়ে বসে আছো। কিন্তু সেটা থেকে তুমি তোমার শরবতের টাকাটা জোগাড় করতে পারবে না যদি তুমি বসেই থাকো। একথা ঠিক যে, একটি পরিপক্ক ধারণা পেতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়, সময় দিতে হয় কিন্তু একবার শুরু করে দিলেই কেবল সফল হওয়ার তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াবে।


কাজে শুরু করাটা হচ্ছে সবচেয়ে জরুরী।
ব্রিটিশ স্মুথি ইনোসেন্টের অভিজ্ঞতা নিয়ে এর তিন উদ্যোক্তার লেখা বই - এ বুক এবাইট ইনোসেন্ট। পড়তে শুরু করেছি কয়েকদিন আগে। সেই সঙ্গে মূল অংশগুলো শেয়ার করছি সবার সঙ্গে, আমার মত করে। বইটি উত্তম পুরুষে লেখা এবং আমিও সে স্টাইল নিয়েছি।

বেশিরভাগ জায়গা ওদের ভাষায় তুলে দিয়েছি। কতক ক্ষেত্রে আমার কিছু সংযোগ আছে মাত্র।
আমার ব্লগে আজ প্রকাশ করেছি দ্বিতীয় পর্ব।
ইনোসেন্টের শরবত-২: স্টার্ট স্মল, বাট ডু স্টার্ট

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।