আমাদের কথা খুঁজে নিন

   

ইনাকে কি ভাঁড় বলা যায়...নাকি অন্য কিছু বলব? আপনারাই ঠিক করুন।

আমার পরিচিত এক ব্যক্তি একবার বলেছিলে্ন, '' প্রত্যেক সফল পুরুষের পিছে একজন নারী থাকে কারণ মেয়েরা সফল পুরুষের পিছেই ছুটে'' আরো বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন যা মেয়েদের পিত্তি জ্বলিয়ে দিয়েছিল এখন আসি আমার এক বান্ধবীর কথায়, সে ক্লাসের সেরা ছাত্র-ছাত্রীদের একজন, মেধার সাথে সাথে রূপসীও বটে, সে প্রেমে পড়ল এক কালো ছেলের যে কিনা কোয়ালিফিকেশনে(!) মেয়ের ধারে কাছেও নয়। মেয়ে ভালো করেই জানতো যে ঐ ছেলে সেশন জটের জন্য ওর থেকে ৫-৬ মাস পরে পাস করবে এবং মেয়ে তার ভালো রেজাল্টের জন্য অনেক ভালো চাকরি জুটিয়ে নিবে। মেয়ের বাবা-মা ছেলেকে পছন্দ না করলেও শেষমেষ ওদের পারিবারিকভাবেই বিয়ে দেন। আমরা অবাক হয়েছিলাম, বান্ধবীকে বলেওছিলাম 'তুই ভুল করছিস' তার কথা 'আমরা মেয়েরা যদি সব সময় নিজের থেকে বেশি যোগ্যতার ছেলে খুঁজি তাইলে আর আমাদের ক্যারিয়ার স্বপ্নের কাছাকাছি নেওয়ার মানে হয়না (আমার হুবহু মনে নাই ওর উক্তিটা, দুঃখিত)। আর আমরা যখন একটা ছেলেকে উপহাস করি শুধু কালো বলে একটা মেয়েকে রিজেক্ট করার জন্য, তাহলে আমরা সেই একই কাজ কোন মুখে করতে যাবো ?' আমরা আর কিছু বলিনি।

এইবার সেই বিশেষ ব্যক্তির কথায় আসা যাক যাকে দিয়ে শুরু করেছিলাম, তার ভাষায় 'মেয়েটা চরম গাধা, এর থেকে মেলা ভালো ছেলে সে পেতে পারতো। ' আমি জানিনা ঐ মেয়ে ঠিক করেছে কি ভুল, আমি শুধু জানি সে প্রেমিকা হিসেবে যথেষ্ট সাহস দেখিয়েছে। কিন্তু ঐ বিশেষ ব্যক্তির ব্যাপারে কি বলা যায়। নিজের চেয়ে বেশি যোগ্যতার ছেলে পছন্দ করলেও মেয়ের দোষ, আবার উলটো ক্ষেত্রেও তাই !! ঐ মহাশয় কিন্তু মেয়েদের সংস্পর্শে বেশি আসেননি, এমনকি ক্লাস্মেটদের সাথেও না। বান্ধবী বা প্রেমিকা জুটেনি তাঁর, অবিবাহিত।

ধাঁই করে এসব বলা কি উচিত হয়েছে ! প্রথম জাতের মেয়েদের সংখ্যা অনেক বেশি (তাও সব মেয়ে নিজের ইচ্ছায় বেশি যোগ্যতার ছেলে বিয়ে করে তা নয়) কাজেই তাদের নিয়ে ওরকম নেগেটিভ কথা বললে তর্ক করা মুশকিল হয়ে পড়ে, কিন্তু এই মেয়েটি !! আমি আশা করেছিলাম উনি একে বাহবা দিবেন। ব্যাটা ভাঁড় কোথাকার ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।