আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের পড়ন্ত বেলায়……….

সমস্ত প্রকৃতি নিঝুম রাতের নিস্তব্ধতায় বিলুপ্ত শুধু জেগে আছে সাথী হয়ে বিরহী আত্মার অসমাপ্ত কান্না পরে আছে ব্যস্ত জীবনের অসম হিসাবের লেনদেন জীবনের পড়ন্ত বেলায় অর্জন হয়নি কিছুই। একদিন যাকে অবলম্বন করে জীবনকে সাজিয়ে ছিলাম, যৌবনের বাসরে, আজ সে পাশে নেই। যার কাছ থেকে পেযেছি অনেক; দেয়া হযনি কিছুই তারে মন প্রান উজার করে। দাবীও তেমন ছিল না….. তারপরও প্রত্যাশা আর প্রাপ্তির ছিল বিস্তর ফারাক। সে ব্যবধান ঘুচানোর অনেক চেষ্টা করেছি আজও তা পেরে উঠিনি।

সংসার নামক কারাগার আমার বিবেককে বন্দি করে আছে, যা থেকে আজও মুক্তি মেলেনি; আছি আজও জামিনের অপেক্ষায়। যাকে ভালবেসে নিজকে হারিয়ে ফেলেছি তার ষ্পর্শ জড়িয়ে আছে আমার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে। একাকী নির্জন ঘরে সঙ্গীবিহীন প্রানটা যখন ব্যথায় ব্যাকুল তখন কল্পনায় নিঃশব্দ পদসঞ্চারে সে আসে আমার পাশে। কথা হয় তার সাথে সঙ্গোপনে। দীর্ঘ সংসার যাত্রার দুর্গম পথে তাকে সহযোগী হিসাবে পেয়েছি এটাই আমার পরম প্রাপ্তি, আর কোন চাওয়া নেই তার কাছে।

আজও ভালবাসার আলোয় আলোকিত তার আর আমার জীবন এটাই বা কম কি ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.