আমাদের কথা খুঁজে নিন

   

আকুল আবেদন:বাংলাদেশী এক্সপার্টদের পাশে দাঁড়ান

পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড। আর একটা জয় ছিনিয়ে আনার অপেক্ষায় আছে বাংলাদেশ। Freelancer.com সম্পর্কে অনেকেই জানেন। এটা একটা বিশাল ও নামকরা মার্কেট সাইট, যেখানে ফ্রিল্যান্সারেরা কাজ করেন।

Freelancer.com এবছর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে বাংলাদেশের একটি সাইট জয়ের খুব কাছাকাছি আছে। আমাদের তাহের ভাই দের freelancercare.com জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস Freelancer.com এর SEO & Writing Competition এ অংশ গ্রহণ করেছেন। যেখানে বিভিন্ন দেশের বাঘা বাঘা সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা অংশ গ্রহণ করেছেন। আমি উনাদের সাইটটি ঘুরেও দেখেছি অনেক তথ্য রয়েছে সাইটটিতে যা একজন নতুন ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে অনেক ভূমিকা পালন করবে।

আমার জানামতে ফ্রিল্যান্সারকেয়ার ওয়েবসাটটি অনেক ভালো পজিশনে আছে অন্যান্যদেশের কম্পিটেটরদের তুলনায় এবং উনারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে... সকলের সহযোগিতা কামনা করছি, সকলেই প্লিজ এর পোস্ট এবং পেজ গুলোকে ফেসবুক লাইক দিয়ে, টুইটার , গুগল প্লাস, স্ট্যাম্বল সহ সকল সোশিয়াল নেটওয়্যারকিং সাইট এ শেয়ার করুন, ছড়িয়ে দিন সাইটটি সারাবিশ্বব্যাপী freelancercare.com ইনশল্লাহ আগের বারের ন্যায় এবারো আমরা বাংলাদেশিরাই জিতবো এই কম্পিটেশনে। আগামী ২ জুলাই এই প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে। আপনার দেয়া একটি শেয়ার বা লাইক এনে দিতে পারে বাংলাদেশের জন্য এমন একটি বিশেষ পুরস্কার। বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে আমি শেয়ার ও লাইক দিয়েছি। এবার আপনার পালা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।