আমাদের কথা খুঁজে নিন

   

কইতর (কবুতর) কিনছি। এগুলোর জাত নাকি লক্ষা। টিপস, অভিজ্ঞতা, পরামর্শ, নির্দেশনা সাদরে গ্রহণযোগ্য

কোনপ্রকার অভিজ্ঞতা ছাড়াই ধুম করে দুই জোড়া লক্ষা কবুতর কিনলাম গতকাল। টাটারী বাজার হতে কবুতর তো কিনলাম, খেয়াল হল রাখব কিসে? অগত্যা কিনলাম খাঁচা। তারপর মনে হল তেনারা তো ভাত খেতে পারবেনা, আবার কিনলাম কিছু খাবার। সবকিছু নিয়ে বাসায় ফেরার পথে বুঝলাম কত ধানে কত চাল। বাসে চড়লাম বাস ছাড়ল ৩ ঘন্টা পর, যাও ছাড়ল শম্ভুকগতিতে........ আমার টেনশন আমার আদরের কইতর যদি কিছু একটা হয়ে যায়? জীবনে কোনদিন যত গরমই পড়ুক তালপাখা দিয়ে নিজেকে নিজে বাতাস না করলেও ৭ ঘন্টার জার্নিতে সারাটা পথ কইতরগণকে বাসাস করতে করতে আমার অবস্থা আরো কাহিল। সারাদিন না খেয়ে গ্যাষ্ট্রিকের রোগী এই আমার ত্রাহি মধূসূদন অবস্থা। যাইহোক মেহমানরা এখন আমার রুমেই অবস্থান করছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় মেহমানদের (কইতর) আপ্যায়নে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের কাছে টিপস বা পরামর্শের জন্য হাত বাড়ালাম। আশা করি হতাশ করবেন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।