আমাদের কথা খুঁজে নিন

   

গুরুতর অসুস্থ মরমী শিল্পী আব্দুল লতিফ

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! বিশিষ্ট মরমী শিল্পী আব্দুল লতিফ গুরুতর অসুস্থ অবস্থায় দিনযাপন করছেন। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারছেন না। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. অতনু ভট্টাচার্য্যরে কাছে চিকিৎসা নিচ্ছেন। ডা. অতনু ভট্টাচার্য্য জানান, মরমী শিল্পী আব্দুল লতিফের পাকস্থলিতে ঘা হয়েছে।

এছাড়াও তিনি ডায়রিয়া, শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। আব্দুল লতিফ সুনামগঞ্জের দক্ষিণ আরফিন নগরের নিজ বাসভবনে মানবেতর জীবনযাপন করছেন। আর্থিক সংকটের কারণে তার পরিবার তাকে উন্নত চিকিৎসাসেবা দিতে পারছে না। এমতাবস্থায় আব্দুল লতিফের স্ত্রী, সন্তানসহ পুরো পরিবার দারুণ দুশ্চিন্তায় রয়েছেন। হাছন রাজার গান মূল সুরে এখনো যারা গেয়ে চলেছেন, তাদের মধ্যে আব্দুল লতিফই অন্যতম।

শুধু হাছন রাজার গান গেয়েই নয়, আব্দুল লতিফ নিজেও মরমী গান লিখেছেন। এ পর্যন্ত তিনি প্রায় হাজার খানেক মরমী গান লিখেছেন। তার গানগুলো সুনামগঞ্জসহ সারাদেশে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ২০০৯ সালে বাজারে এসেছে শিল্পীর লেখা গানের বই ‘লতিফ গীতি’। এ বইটিও বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

বিশেষভাবে উল্লেখ্য, হাছন রাজার প্রায় ৭০-৮০টি গানের সুরকার আব্দুল লতিফ। এখন তার বয়স ৭২ বছর। এই বয়সেও চেষ্টা করছেন মরমী গানকে নিজের মাঝে লালন করে এদেশের সংস্কৃতিতে বিলিয়ে দিতে; কিন্তু গুণী এই মরমী শিল্পী আজ সমাজের মানুষের মুখোমুখি। সূচিকিৎসা পেতে সবার কাছে তিনি হাত বাড়িয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : আব্দুল লতিফ, অ্যাকাউন্ট নম্বর : ০০২১৩৯০৯২, জনতা ব্যাংক, সুনামগঞ্জ।

সূত্র : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.