আমাদের কথা খুঁজে নিন

   

স্টিফেন হকিংয়ের গুরুতর হুঁশিয়ারি

soroishwarja@yahoo.com
বিশখ্যাত জ্যোতিপদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং আশঙ্কা প্রকাশ করেছেন, মনুষ্যসভ্যতা মারাত্মক হুমকির মুখে। টিকে থাকার জন্য এই সভ্যতার ভবিষ্যৎ পৃথিবীতে নয়, মহাবিশ্বে। এক সাক্ষাৎকারে এই বিজ্ঞানী বলেছেন, যুদ্ধ, সম্পদহীনতা এবং জনসংখ্যা ঘনত্বের মতো সমস্যার কারণে মানবসভ্যতার অস্তিত্ব আগের চেয়ে অনেক বেশি হুমকির সম্মুখীন। মানবসভ্যতার টিকে থাকার প্রয়োজনে মহাশূন্যে উপনিবেশ প্রতিষ্ঠার ব্যাপারে অনেক আগে থেকেই বলা হচ্ছে। তবে হকিংয়ের মতো আজপর্যন্ত আর কেউ এমন গুরুতর হুঁশিয়ারি উচ্চারণ করেননি।

পরবর্তী হাজার বা মিলিয়ন বছর তো দূরের কথা আগামী এক শতকই প্রাকৃতিক দুর্যোগ এড়ানো কঠিন হবে। ওয়েবসাইট ‘বিগ থিঙ্ক’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টিকতে চাইলে কেবল পৃথিবীর ভেতরে নিজেদের সীমাবদ্ধ রাখা চলবে না, মহাবিশ্বে ছড়িয়ে পড়তে হবে। গত এক শতকে এক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। শতাব্দী পেরিয়ে টিকে থাকতে চাইলে মহাবিশ্বেই আমাদের ভবিষ্যৎ। এই কারণেই আমি মহাশূন্যে মনুষ্যবাহী যান পাঠানোর পক্ষে।

চলতি বছরের শুরুতে অধ্যাপক হকিং বলেছিলেন, মহাশূন্যে অনুসন্ধান চালানোর কাজ একেবারে ঝুঁকিহীন হবে, এমন নয়। মহাশূন্যে ভিনগ্রহের প্রাণীর দেখা পাওয়ার ব্যাপারেও মানুষকে সতর্ক থাকতে হবে। তারা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ না-ও করতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.