আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি বন্দি ফ্রেমে

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো এখানে প্রকৃতি ফ্রেমে বন্দি দামাল ছেলেরা বেড়ে ওঠে অন্যভাবে, ঘাসে নয়,শিশিরে নয়, এখানে মাথার উপর বালিশ চেপে কাঁদছে যুবক, কেউ দেখেনা। এখানে দুরন্ত কিশোরীর দুরন্তপনায় অস্থির হয় না কেউ, নালিশ জানায় না কেউ কারো নামে। এখানে মাটি ক্রমশই দূরে সরে যায় মানুষের পায়ের তলা থেকে, মানুষ উপরে উঠতে থাকে; যতটুকু ওঠা সম্ভব। এখানে অক্সিজেনের অভাব আছে,বাতাসে আছে সিসা, দম ফুরিয়ে যায় তারাতারি, আয়ুস্কাল মেপে দেয়া যায়। তবু এখানেই মানুষ পড়ে থাকে দাঁতে দাঁত চেপে,বেঁচে থাকে। এখানে মানুষ বেড়েই চলে মানুষের মতো করে,স্বপ্ন কমতে থাকে, এখানে আর বসবাসযোগ্য কিছু নেই; যেখানে আমার স্বপ্নরা হাত পা ছেড়ে শুতে পারে, খেলতে পারে অবিরত পাখি হয়ে পাখিদের সাথে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।