আমাদের কথা খুঁজে নিন

   

আজ ইত্যাদি�

ভালবাস সবাই ভালবাসাকে ময়মনসিংহের হাজার হাজার লোক গ্রীষ্মের ভ্যাপসা গরম ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তাদের প্রিয় অনুষ্ঠান �ইত্যাদি�র ধারণ উপভোগ করেন। শেকড় সন্ধানী �ইত্যাদি�র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা থেকেও মানুষ অনুষ্ঠান দেখতে আসেন। অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকশ পুলিশ ও র‌্যাব সদস্য। সাথে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে �ইত্যাদি�র প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব পর্ব। এবারের �ইত্যাদি�তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন�নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, ফখরুল হাসান বৈরাগী, মহিউদ্দিন বাহার, সোলায়মান খোকা, আব্দুল কাদের, আফজাল শরীফ, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, কাজী আসাদ, ফারুখ আহমেদ, আমিন আজাদ, অশোক বড়�য়া, জিল্লুর রহমান, রতন খান, রবিনসহ আরও অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব বয়স এবং সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান �ইত্যাদি� একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে ২৯ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। �ইত্যাদি�র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

দর্শক পর্বে পুরস্কার দেওয়া হয়েছে ময়মনসিংহের কিছু উল্লেখযোগ্য বিষয়ের উপরে করা একটি গানের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে। গানটি গেয়েছেন ময়মনসিংহের নেত্রকোণার নিবেদিত প্রাণ লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী। গানটি লিখেছেন ময়মনসিংহেরই আর একজন গুণী শিল্পী প্রয়াত আব্দুর রশীদ মিয়া। আর এই পর্বের পুরস্কার প্রদান করেন �কইনচেন দেহি�খ্যাত ময়মনসিংহের কৃতী শিল্পী সিরাজুল হক মন্টু। এবারের �ইত্যাদি�তে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

ময়মনসিংহের লোক ধারায় নবজাতক শিশুকে নিয়ে দাদা-দাদি, নানা-নানি যে আনন্দগীতি গেয়ে ন-২৭.০৬.০৫উৎসব করতেন সেই বিষয় নিয়েই একটি গান গেয়েছেন তারা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।