আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় ১০টি রেলস্টেশনের সিগনাল-ব্যবস্থা ঝুঁকিপূর্ণ

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়ায় ১০টি স্টেশনের রেল লাইনের সিগনাল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির ব্যবহার এবং যন্ত্রাংশ চুরি হওয়ায় সিগনাল-ব্যবস্থার এ হাল। এ কারণে সিগনাল-ব্যবস্থায় কাঙ্ক্ষিত নিরাপত্তা ও কার্যক্ষমতা নেই। রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের সংকেত ও টেলিকমিউনিকেশন কার্যালয় সূত্রে জানা গেছে, স্টেশনে এখনো মান্ধাতা আমলের সিগনাল-ব্যবস্থা চালু রয়েছে।

বর্তমান সময়ের জন্য কার্যত অনুপযোগী ‘ইলেকট্রো মেকানিক্যাল লকিং সিগনাল’ নামের এই সিগনাল পদ্ধতি ১৯৩৫ সালে এসব স্টেশনে চালু হয়। কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এসব স্টেশনের সিগনাল কেবিন ও এর যন্ত্রাংশগুলো অত্যন্ত জরাজীর্ণ। সিগনাল কেবিন তৈরির সময় যেসব গিয়ার, হুইল, তার, পাত, এংগেল, রডসহ যন্ত্রাংশ বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছিল, সেগুলো আজও পরিবর্তন করা হয়নি। ফলে যন্ত্রাংশগুলো ক্ষয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে। সূত্র আরও জানায়, ২৫ বছর চলার নিশ্চয়তা (গ্যারান্টি) থাকলেও প্রায় ৮০ বছর ধরে এসব যন্ত্রপাতি দিয়ে সিগনাল-ব্যবস্থা চালু রাখা হয়েছে।

সিগনালগুলো ভালোভাবে কাজ করছে না। সিগনাল-ব্যবস্থায় কাঙ্ক্ষিত নিরাপত্তা ও কার্যক্ষমতা নেই। নাম গোপন রাখার শর্তে কুষ্টিয়ার পোড়াদহ জংশন স্টেশনের একজন কর্মচারী (সিগনাল-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত) জানান, স্টেশনের উভয় রেললাইনের পাশে যেসব ‘হাতওয়ালা সিগনাল’ রয়েছে, সেগুলো প্রায়ই কাজ করে না। এ জন্য রিপিটার সিগনাল বসানো হয়েছে। রেলস্টেশনের আরো একজন কর্মকর্তা জানান, পুরাতন সিগনাল কাজ করে না।

ফলে তাঁরা হাত তুলে ট্রেন আসা-যাওয়ার সংকেত দেন। কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনমাস্টার রুস্তম জানান, জেলার কিছু রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় লাইনে সিগনাল-ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে রেলস্টেশনে এসে দাঁড়ালে চালকের হাতে অপারেশন পেপার টিকিট দিয়ে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। পাকশী বিভাগীয় রেলওয়ে সংকেত ও টেলিকমিউনিকেশনের প্রধান বলেন, বেশ কিছুদিন ধরে লাইনে বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। চোরেরা প্রায়ই সিগনালের তার, রড, এংগেলসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে।

এ ছাড়া এই লাইনে সিগনাল-ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যন্ত্রপাতি ক্ষয়ে গেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.