আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার এক বুলবুলের 'বুলবুলনামা'

উৎসর্গ ঃ বাংলাগানের এক অসাধারন ভক্ত ও গানপাগল মানুষ এবং 'রেডিও বিজি ২৪' এর সাথে ছায়ার মতো থাকা প্রিয় বন্ধু মাইদুল ইসলাম শাকিল ভাইকে । আহমেদ ইমতিয়াজ বুলবুল ঃ গানের দেশ বাংলাদেশ। যুগে যুগে এই দেশে বহু গুনি জন্মেছে যাদের সবাইকে আমরা যোগ্য সম্মান দিতে পারেনি। যাদের ছিল বিশ্বজয় করার ক্ষমতা কিন্তু সেইসব গুণীদের আমরা যুগের স্রোতে ভুলে যাই। হারিয়ে ফেলি।

এই দেশের বর্তমানে প্রথম সারীর হাতে গোনা যে কয়জন জীবিত আছেন তাঁদের মধ্য আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন। যিনি বহু কালজয়ী গানের রচয়িতা, সুরকার ও সঙ্গীত পরিচালক। বাংলাদেশের জনপ্রিয় ও বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব হিসেবে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর নামটি স্বর্ণাক্ষরে লিখা থাকবে। ১৯৫৭ সালের ৩১ শে ডিসেম্বর তিনি জন্মগ্রহন করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।

১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প বা ঢালিউডসহ সঙ্গীত শিল্পে সক্রিয় রয়েছেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে 'মেঘ বিজলি বাদল' ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশী প্রায় সকল জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।

আহমেদ ইমতিয়াজ বুলবুল দুই শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে পেয়েছেন দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রেকর্ড এগারো বার বাচসাস পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার। নিচে বুলবুলের সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম দেয়া হলোঃ নয়নের আলো* মরনের পরে* সহযাত্রী* মায়ের অধিকার* চাওয়া থেকে পাওয়া* বিয়ের ফুল* তেজি* চন্দন দ্বীপের রাজকন্যা*দায়ী কে* দাঙ্গা* আম্মাজান *আব্বাজান*প্রেমের তাজমহল*প্রেমের জ্বালা* বর্তমান* মিনিস্টার* ইতিহাস*জ্যোতি*মায়ের সম্মান *অন্যায়ের প্রতিবাদ * অশান্ত আগুন *কষ্ট*রাঙ্গা বউ *প্রাণের চেয়ে প্রিয় *পরেনা চোখের পলক* তোমাকে চাই*লুটতরাজ*অবুঝ হৃদয়*হিংসা*যন্ত্রণা*লাভ স্টোরি*ভয় *ভুলনা আমায় *জ্বলন্ত বিস্ফোরণ*তাণ্ডব লীলা*সমাজ কে বদলে দাও*ধর*ফায়ার*আজ গায়ে হলুদ *লাভ ইন থাইল্যান্ড*লোভ লালসা*অন্ধকার*কাল নাগিনীর প্রেম *দেশ প্রেমিক (বিখ্যাত সুরকার আজাদ রহমানের সাথে যৌথ)* জখম* ছেলে কার*বাঘিনী কন্যা*ক্রিমিনাল*বন্ধন*মন মানে না*মন *ক্রোধ*লুটপাট *নারীর মন*সিপাহি*পাগলি*বলনা ভালবাসি *সতিপুত্র আবদুল্লাহ*আমার জান*হুলিয়া*প্রেম কেন কাঁদায়*অনেক দিনের আশা*নিষিদ্ধ নারী*ফুল নেব না অশ্রু নেব *আনন্দ অশ্রু*অন্ধ ভালবাসা*শাসন*মহড়া*সাক্ষী-প্রমাণ *লক্ষ্মীর সংসার*মা যখন বিচারক*তুমি আমারি*আত্ম-অহংকার*বিক্ষোভ*পানজা *সুখের ঘরে দুঃখের আগুন*সাবধান*মহা মিলন*কাজের মেয়ে*ধাওয়া*দুই নয়নের আলো *বিদ্রোহ চারিদিকে*বিদ্রোহী সন্তান*আমার স্বপ্ন তুমি*ভালোবাসি তোমাকে অসংখ্য গানে সুর করেছেন বুলবুল যার অধিকাংশ গানই তাঁর নিজের রচিত। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলোঃ গান শিল্পী গানের ধরন সব কটা জানালা খুলে দাও না - সাবিনা ইয়াসমিন - দেশাত্মবোধক- ও মাঝি নাও ছাইড়া দে - সাবিনা ইয়াসমিন - দেশাত্মবোধক সেই রেল লাইনের ধারে - সাবিনা ইয়াসমিন - দেশাত্মবোধক সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য - সাবিনা ইয়াসমিন - দেশাত্মবোধক মাগো আর তোমাকে ঘুম পাড়ানি - সাবিনা ইয়াসমিন -দেশাত্মবোধক আমার সারাদেহ খেয়ো গো - এন্ড্রু কিশোর - নয়নের আলো (ছায়াছবি) আমার বুকের মধ্যেখানে -এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী - নয়নের আলো আমার বাবার মুখে প্রথম - এন্ড্রু কিশোর - নয়নের আলো আমি তোমার দুটি চোখে - সামিনা চৌধুরী - নয়নের আলো আমার বাবার মুখে প্রথম যেদিন -এন্ড্রু কিশোর - নয়নের আলো আমি তোমারি প্রেমভিখারি - সৈয়দ আবদুল হাদী -চন্দন দ্বীপের রাজকন্যা আমার গরুর গাড়িতে - এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী -আঁখি মিলন তোমায় দেখলে মনে হয় - এন্ড্রু কিশোর - বিয়ের ফুল ঐ চাঁদ মুখে যেন লাগে না - এন্ড্রু কিশোর - বিয়ের ফুল কত মানুষ ভবের বাজারে - কনক চাঁপা লাভস্টোরি আমার একদিকে পৃথিবী -এন্ড্রু কিশোর ও রুনা লায়লা - আত্ম-অহংকার বাজারে যাচাই করে দেখিনি - কনক চাঁপা তোমাকে চাই পড়ে না চখের পলক - এন্ড্রু কিশোর প্রাণের চেয়ে প্রিয় আম্মাজান আম্মাজান - আইয়ুব বাচ্চু আম্মাজান ও ডাক্তার,ও ডাক্তার - কুমার বিশ্বজিৎ আধুনিক যোজন যোজন দূর - কুমার বিশ্বজিৎ আধুনিক চিঠি লিখেছে বউ আমার - মনির খান আধুনিক আমার দুই চোখে দুই নদী - সামিনা চৌধুরী - আধুনিক আমি জায়গা কিনবো - সামিনা চৌধুরী - আধুনিক এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরকার দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল । ২০০১ ও ২০০৫ সালে 'প্রেমের তাজমহল' এবং 'হাজার বছর ধরে' ছবির সুর করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, শিখা অনির্বাণ পদক, বাচসাস, সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরষ্কার। সবশেষে হারানো ও দুর্লভ বাংলা গান সংরক্ষন সংগ্রহ ও প্রচারকারী যোদ্ধা RaDiO bg24 এর পক্ষ থেকে এই গুণী ও প্রিয় সুরস্রষ্টা কে জানাই লাখো সালাম ও শ্রদ্ধা। তাঁর দীর্ঘায়ু কামনা করি যেন আরও অনেক অনেক দুর্দান্ত ও সুমধুর গান তিনি আমাদের উপহার দেন। বোনাস ঃ একটি জমজমাট সিরিজ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.