আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির কবিতা "তবে কেনো খুঁজিনি''

চাই। ঝরঝর ঝরছে বৃষ্টি ভর ভর ভরপুর মাঠ ঘাট আহা কিযে তুষ্টি প্রকৃতি জল ঢালে ঢালছেই একতালে খাল বিল ভড়ছে নদি গুলো প্রাণ পেলো পাহাড়ে ঝর্না ব্যাঙেরা গায় গান দিবেনা আর জলের ধর্ণা। মাছেরা খুশি বেশী ইচ্ছেমত ছুটছে ডানা মেলেছে কদমেরা শাপলা শালুকরাও ফুটছে। এতো জল ছিলো কোথা যায় যে কোন খানে পাম্প গুলো ছিলো আগেও এখন যেমন আছে, পারবে কি দিতে এতো জল আছে শুকানোর কোন কল? তবে কেনো খুঁজিনি আগে কেনো বুঝিনি সব কিছু দিয়ে দেন কে সব কিছু সব প্রাণের রব আল্লাহ্ তিনি যে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।